গ্রিন পার্ক টেস্ট খেলবেন শাকিব? অবসরের সিদ্ধান্ত নিয়ে জল্পনা
What will Shakib play in the Green Park Test? He decided to retire in two formats

Truth Of Bengal: কানপুরের দ্বিতীয় টেস্টে নামার আগে ভারত ও বাংলাদেশের দুই দলের ব্যাটসম্যান এবং পেসার থেকে স্পিনাররা চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছেন। এর মধ্যেই আলোচনায় এসেছে একদিনের ক্রিকেটে ১০ বছর ধরে শীর্ষে থাকা বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসানের নাম।
প্রশ্ন উঠেছে, কানপুর টেস্টে শাকিব খেলতে পারবেন কিনা। চেন্নাইতে প্রথম টেস্টে আঙুলে চোট পেয়েছিলেন তিনি। এদিকে, কানপুরে দ্বিতীয় টেস্ট শুরুর আগের দিন শাকিব আল হাসান আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে নিজের অবসরের ঘোষণা করেন। ২০০৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রতিটি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন রোহিত শর্মার মতো শাকিব। তিনি জানিয়েছেন, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি তাঁর শেষ এক দিনের সিরিজ হবে।
গ্রিন পার্ক স্টেডিয়ামে টেস্ট শুরুর আগে বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানান, তিনি শাকিবের আঙুলের চোটের বিষয়ে অবগত নন। চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার সময় জসপ্রীত বুমরার বলে শাকিবের আঙুলে চোট লাগে। এ বিষয়ে ফিজিয়ো বা অন্য কারও থেকে তিনি কিছু জানতে পারেননি।
চেন্নাই টেস্টে শাকিব আল হাসান দুই ইনিংসে ৩২ ও ২৫ রান করেন এবং বোলিং করেন, তবে কোনও উইকেট পাননি। বাংলাদেশের কোচ তাঁর পারফরম্যান্সে হতাশ নন। কানপুরের বাইশ গজ কালো মাটির হওয়ায় স্পিনারদের জন্য বাড়তি সুবিধা থাকতে পারে বলে মতামত ক্রিকেট বিশেষজ্ঞদের। এই টেস্টে শাকিব ব্যাটে-বলে কতটা প্রমাণ করতে পারেন, ম্যাচ শুরু হলেই তা জানা যাবে।