খেলা

অজিদের বিপক্ষে শতরান করেও তালিকায় পিছিয়ে বিরাট, যশস্বী

Virat, Yashasvi lag behind in list despite scoring centuries against Australia

Truth Of Bengal: সম্প্রতি পারথে প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে শতরান করেছিলেন দুই ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি ও যশস্বী জয়সওয়াল। কিন্তু হলে কি হবে সদ্য আইসিসির প্রকাশিত টেস্টে ব্যাটসম্যানদের ক্রম তালিকায় পিছিয়ে পড়লেন ভারতের দুই ব্যাটসম্যান। যশস্বী প্রথম দশে স্থান পেলেও, বিরাটের স্থান হল না প্রথম দশে।

প্রসঙ্গত, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচে দূরন্ত খেলেছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান টেম্বা বাভুমা। তাঁর অনবদ্য ব্যাটিং শিল্প মন জয় করেছিল নেটিজেনদের। দুই ইনিংস মিলিয়ে বাভুমার ব্যাট থেকে এসেছিল ৭০ এবং ১১৩ রান। এই রান পাওয়ার পরই আইসিসির প্রকাশিত ব্যাটসম্যানদের তালিকায় প্রথম ১০ স্থান পেলেন বাভুমা।

অথচ অস্ট্রেলিয়ার বিপক্ষে পারথে দ্বিতীয় টেস্টে দূরন্ত শতরান করেও তালিকায় দুই ধাপ নেমে গেলেন ভারতের তরুণ ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল। বর্তমানে যশস্বী রইলেন চার নম্বর স্থানে।

শুধু যশস্বীই নন, তালিকা থেকে নেমে গেলেন বিরাট কোহলিও। দীর্ঘদিন ব্যাটে রান পাননি বিরাট। তারপর পারথে দ্বিতীয় ইনিংসে করেছিলেন দূরন্ত শতরান। কিন্তু আইসিসির ক্রম তালিকায় ৬৮৯ রেটিং পয়েন্ট নিয়ে ১৩ থেকে নেমে চদ্দো নম্বর স্থানে রইলেন কোহলি। এদিকে তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ইংল্যান্ড ব্যাটসম্যান হ্যারি ব্রুক।

Related Articles