খেলা

রনজিতে মাঠে নামার আগেই ঘাড়ের ব্যথায় কাহিল বিরাট

Virat suffers from neck pain before taking the field in Ranji Trophy

Truth Of Bengal: রনজিতে দিল্লির হয়ে সৌরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বিরাট কোহলির। কিন্তু এই ম্যাচের আগেই ঘাড়ের ব্যথায় কাহিল হয়ে পড়েছেন টিম ইন্ডিয়ার অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি। ফলে ঘরোয়া টুর্নামেন্টে বিরাটের মাঠে নামা কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে। শুক্রবার দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিরাটের ঘাড়ে ব্যথা রয়েছে। এবং যতদিন পর্যন্ত ওঁর ঘাড়ে ব্যথা পুরোপুরি না কমছে, ততদিন পর্যন্ত ওঁর পক্ষে রনজি ট্রফির ম্যাচ খেলা সম্ভব নয়।

প্রসঙ্গত, এবারের বর্ডার-গাভাসকর ট্রফিতে পারথের দ্বিতীয় ইনিং বাদ দিয়ে বাকি ম্যাচগুলিতে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছিলেন দলের সিনিয়র ক্রিকেটার বিরাট কোহলি। অবশ্য শুধু বিরাটই নন, ব্যর্থতার তালিকায় ছিলেন আরও বেশ কিছু সিনিয়র ক্রিকেটার। সেই সিরিজ শেষ হওয়ার পর, ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর প্রতিটি খেলোয়াড়কে নির্দেশ দিয়েছিলেন, যাতে তাঁরা ঘরোয়া টুর্নামেন্টগুলি খেলার জন্য। এবং তারপর বৃহস্পতিবার বোর্ডের তরফ থেকেই নির্দেশিকা জারি করা হয়, জাতীয় দলের প্রত্যেক ক্রিকেটারকে ঘরোয়া টুর্নামেন্ট খেলতে হবে। বিসিসিআই-র নির্দেশ পেয়েই মুম্বই শিবিরের হয়ে নেটে অনুশীলন শুরু করেন রোহিত।

দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়শন সূত্রে খবর, বিরাট ম্যাচে না খেললেও হয়তো দলের সঙ্গে থাকবেন। এমনকি হাল্কা অনুশীলনও করতে পারেন। তবে সৌরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে খুব সম্ভবত তাঁকে ছাড়াই দল গড়তে হবে দিল্লির টিম ম্যানেজমেন্টকে।

Related Articles