চোটের কারণে রঞ্জি খেলা হচ্ছে না বিরাট-রাহুলের
Virat, Rahul to miss Ranji Trophy due to injuries

Truth Of Bengal: চোটের কবলে রয়েছেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। সেই কারণেই তাঁরা দুজনেই রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে পারবেন না। বিসিসিআই-র কাছে সেই কথা ইতিমধ্যেই সে কথা জানিয়ে দিয়েছেন জাতীয় দলের দুই ক্রিকেটার। বিরাটের চোট রয়েছে ঘাড়ে। আর কনুইয়ে আঘাত রয়েছে কেএল রাহুলের।
প্রসঙ্গত, শুক্রবারই জানা গিয়েছিল বিরাট তাঁর ঘাড়ে চোট রয়েছে। এমনকি সুস্থ হওয়ার জন্য তাঁকে ইঞ্জেকশনও নিতে হচ্ছে। তবুও দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আসন্ন রঞ্জি ট্রফির ম্যাচে বিরাটকে ২২ জনের দলে রাখা হয়েছিল। কেননা, দিল্লি ক্রিকেট কর্তাদের আশা ছিল বিরাট হয়তো আগামী ২৩ জানুয়ারি ম্যাচের আগেই সুস্থ হয়ে যাবেন। কিন্তু তা আর হল না। ফলে রাজকোটে সৌরাষ্ট্রের বিপক্ষে কোহলিকে ছাড়াই মাঠে নামতে হবে দিল্লি দলকে।
অপরদিকে বিরাটের মত চোটের কবলে রয়েছেন কেএল রাহুলও। তাঁর কর্ণাটকের এই ক্রিকেটারের কনুইয়ে চোট রয়েছে। ফলে ঘরের মাঠে পাঞ্জবের বিপক্ষে সেই ম্যাচে কর্ণাটক পাবে না কেএল রাহুলকে। কেননা রঞ্জি ম্যাচ শেষ হওয়ার পরই ভারতকে ঘরের মাঠে সীমিত ওভারের সিরিজ খেলতে হবে ইংল্যান্ডের বিপক্ষে। তাই বিরাট ও রাহুলকে রঞ্জিতে নামিয়ে কোন ঝুঁকি নিতে চাইবে না বোর্ড। তবে বিরাট ও রাহুল না খেললেও পন্থ, শুভমনদের রঞ্জিতে খেলতে দেখা যাবে।