খেলা

পুণেতে ফের ব্যর্থ বিরাট কোহলি

Virat Kohli failed again in Pune

Truth of Bengal: বিরাটের ব্যাট সম্প্রতি কথা বলছে না। বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে রান পেলেও পুণেতে ফের ব্যর্থ বিরাট কোহলি। পুণে টেস্টে বিরাট কোহলির আউট হওয়ার ধরন দেখে রীতিমতো ক্ষিপ্ত প্রাক্তন ক্রিকেটাররা। শুক্রবার কার্যত সোজা বলে আউট হয়েছেন বিরাট। ব্যাট এবং পায়ের মাঝের বিরাট ফাঁকা জায়গা দিয়ে মিচেল স্যান্টনারের আপাত নিরীহ একটি বল সোজা গিয়ে লাগল স্ট্যাম্পে। না দেখলে বিশ্বাস করা যাবে না, যে ব্যাটার আউট হলেন তাঁর নাম বিরাট কোহলি।

বিরাটের আউট হওয়ার ধরণ দেখে প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর সাফ বললেন, বিরাট নিজের কেরিয়ারের জঘন্যতম শটটি খেলে ফেলেছেন। সোশ্যাল মিডিয়ায় দাবি উঠছে, অনেক হয়েছে এবার বাইরের রাস্তা দেখানো হোক বিরাটকে। তবে টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ অনিল কুম্বলে বিরাটকে বাদ দেওয়ার পক্ষে নন। তিনি মনে করছেন, ব্যাট হাতে দু-একটা ভাল ইনিংস বদলে দিতে পারে ভাগ্য। একই সঙ্গে তাঁর পরামর্শ, বিরাটের হয়তো লম্বা টেস্ট মরশুমের আগে ঘরোয়া ক্রিকেটে খেলা উচিত ছিল।

এর পিছনে কুম্বলের যুক্তি, যতই অনুশীলন করা হোক না কেন, ম্যাচের পরিস্থিতিতে একটা দুটো ভাল ইনিংসে বেশি উপকার হয়। যদি বিরাটের মনে হয়ে থাকে, যে ঘরোয়া ক্রিকেট খেললে উপকার হবে, টিম ম্যানেজমেন্ট যদি তাতে রাজি থাকে, তাহলে ও ঘরোয়া ক্রিকেটে খেলতে পারত। পাশাপাশি অবশ্য কিংবদন্তি লেগস্পিনার বলেছেন, বিরাট যে সময় ব্যাট করতে এসেছে, সেসময় স্পিনটা সব ব্যাটারকেই সমস্যায় ফেলেছে। বিরাটের আগে শুভমান গিলও সমস্যায় পড়েছে। বিশ্বের যে কোনও ব্যাটার ওই সময় সমস্যায় পড়ত।

Related Articles