দলের সঙ্গে যোগদান করতে চেন্নাই এর উদ্দেশ্যে মঙ্গলবার রাতেই মুম্বাই বিমানবন্দরে দেখা গেল কোহলিকে
Virat in Mumbai Airport

The Truth of Bengal: বিশ্বকাপের আগে গত সোমবার কেরলের তিরুবনন্তপুরমে দলের অনুশীলনে দেখা যায়নি কিং কোহলিকে। ভারতীয় দলের শিবির ছেড়ে ব্যক্তিগত কাজে মুম্বই ফিরে আসেন বিরাট কোহলি। মেগা ইভেন্ট শুরুর আগে দলের সেরা অস্ত্র শিবির ছেড়ে বেরিয়ে আসায় জল্পনা তৈরি হয়। মঙ্গলবার রাতে জল্পনার অবসান ঘটলো। আটই অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে মধ্য দিয়ে বিশ্বকাপ অভিযানে নামবে ভারত। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে হবে এই ম্যাচ।
মনে করা হচ্ছে দলের সঙ্গে যোগদান করার জন্য মুম্বাইয়ের বিমানবন্দরে বিমান ধরতে গেছেন কিং কোহলি। ৩০ সেপ্টেম্বর ব্যক্তিগত কারণে মুম্বইয়ে গিয়েছিলেন বিরাট। তিনি দলের সঙ্গে শীঘ্রই যোগ দেবেন, এমনটাই জানানো হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। বিসিসিআই সূত্র এ খবর, বিসিসিআই এবং টিম ম্যানেজমেন্টের অনুমতি নিয়েই ব্যক্তিগত কাজে মুম্বই ফিরেছিলেন কোহলি। সঠিক সময়েই তিনি দলের সঙ্গে যোগ দেবেন।এবারের কাপযুদ্ধে ভারতীয় দলের ব্যাটিং বিভাগের অন্যতম অস্ত্র বিরাট কোহলি।
তাঁর ব্যাটের দিকেই তাকিয়ে থাকবে গোটা ভারতবর্ষ। তিনিই ভারতীয় দলের মূল নিউক্লিয়াস।বিশ্বকাপ শুরুর আগেই বিরাট জল্পনা শুরু হয়েছে। গুঞ্জন শোনা যাচ্ছে, দ্বিতীয় সন্তান আসতে চলেছে বিরাট-অনুষ্কার কোলে? ভামিকা পেতে চলেছেন খেলার সঙ্গী। সম্প্রতি মুম্বইয়ের এক ক্লিনিকের বাইরে দেখা যায় বিরাট-অনুষ্কাকে। কিন্তু বিরাট বা অনুষ্কার পক্ষ থেকে সরকারিভাবে এখনও এই বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি।
Free Access