IPL 2025খেলা

ধোনিদের হারিয়েই সাজঘরে নৃত্যের তালে বিরাট

Virat dances to the tunes of Dhoni's defeat in the dressing room

Truth Of Bengal: শুক্রবার আইপিএল-র আসরে ১৭ বছরের অবসান ঘটিয়ে চিপকের মাঠে ম্যাচ জিতল বিরাট কোহলি, রজত পাতিদাররা। দীর্ঘ এত বছর পরেই আর নিজের আনন্দ ধরে রাখতে পারলেন না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার বিরাট কোহলি। ম্যাচ শেষে সাজঘরে ফিরেই নাচতে শুরু করলেন বিরাট।

বছর ৩৬-র এই তারকা ব্যাটারকে মাঠে এবং মাঠের বাইরে সর্বদাই আবেগের বহিঃপ্রকাশ দেখান। ব্যতিক্রম হল না আইপিএল-এ শুক্রবারের ম্যাচটিতে জয়ের পরও। আরসিবি দলের লাল ট্রাকশ্যুটের আপার পড়ে নাচতে দেখা গেল কিং কোহলিকে। বিরাট এমন উচ্ছ্বাস দেখে তাঁর সঙ্গে সামিল হলেন দলের বাকি খেলোয়াড়রাই।

এই ম্যাচে কোহলি ব্যাট হাতে মূল্যবান ৩১ রান করেন। ১৩ ওভার পর্যন্ত ক্রিজে ছিলেন বিরাট। এরপর নূর আহমেদের বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরতে হয় তাঁকে। প্রথমে ব্যাট করে আরসিবি সংগ্রহ করে ১৯৬ রান। জবাবে ব্যাট করতে নেমে আট উইকেট হারিয়ে ১৪৬ রানেই আটকে যায় চেন্নাই। ম্যাচে জিতে আরসিবি অধিনায়ক বলেন, ‘চিপকে বহু বছর বাদে আরসিবি জয় পেল। ভক্তদের সামনে দলকে জয় এনে দিতে পেরে স্বাভাবিকভাবেই দারুণ খুশি আমরা।’

ঋতুরাজের মতো রজত পাতিদারও বলেন, ‘চিপকের পিচে বল স্লো ভাবে আসায় ব্যাটাররা খুব সমস্যার মুখে পড়ছিলেন। চার-ছয় মারাও সহজ ছিল না। তবুও আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, যতক্ষণ ক্রিজে থাকব, ততক্ষণ প্রতিটা বলকেই কাজে লাগানোর চেষ্টা করব। সেটাই করার চেষ্টা করেছি। চিপকে ম্যাচ জেতাটা সবসময়ই আলাদা অনুভূতি।’

Related Articles