খেলা

বোর্ডের ফতোয়াকে বুড়ো আঙুল, বাইরে থেকে খাবার আনালেন বিরাট

Virat brings food from outside, rejects board's fatwa

Truth of Bengal: সম্প্রতি ভারতীয় ক্রিকেটারদের ওপর বেশ কিছু ফতোয়া জারি করেছে বিসিসিআই। তার মধ্যে অন্যতম হল বিদেশ সফরের সময় খেলোয়াড়রা ব্যক্তিগত রাঁধুনি নিয়ে যেতে পারেবন না। কিন্তু তাতে কি। বোর্ডের নির্দেশকে এবার বুড়ো আঙুল দেখিয়ে বাইরে থেকে খাবার অর্ডার দিলেন কোহলি।

এই মুহূর্তে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাইতে রয়েছে টিম ইন্ডিয়া। বিরাট সেই দলের অন্যতম সদস্য। সংবাদসংস্থা সূত্রে খবর, রবিবার ভারতীয় দলের অনুশীলন শেষে টিম বাসে ওঠার আগে বিরাট যখন দলের ম্যানেজারের সঙ্গে কথা বলছিলেন, ঠিক সেই সময় তাঁর হাতে একটি খাবারের প্যাকেট লক্ষ্য করা যায়। এবং সেটি বিরাটের হাতে তুলে দিয়েছিলেন এক ডেলিভারি বয়। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, ‘দলের অন্য ক্রিকেটাররা অনুশীলন শেষে যখন নিজেদের কিটস ব্যাগ গোছাচ্ছিলেন, তখন বিরাট খাবার খেতেই ব্যস্ত ছিলেন। এমনকি স্টেডিয়াম থেকে হোটেলে যাওয়ার জন্য রাস্তায় যাওয়ার জন্যও একটি প্যাকেট রেখে দেন তিনি।

উল্লেখ্য, অস্ট্রেলিয়া সফরে গিয়ে বর্ডার-গাভাসকর ট্রফিতে অজিদের কাছে একপ্রকার দুরমুশ হয়ে দেশে ফেরেন রোহিত-বিরাটরা। আর তারপরই টনক নড়ে বোর্ডের। জাতীয় দলের ক্রিকেটারদের ওপর বেশ কিছু নির্দেশ জারি করে বিসিসিআই। তার মধ্যে ছিল ক্রিকেটাররা যেমন ব্যক্তিগত রাঁধুনি তাঁদের সঙ্গে রাখতে পারবেন না, ঠিক তেমনই রাখতে পারবেন না ব্যক্তিগত নিরাপত্তারক্ষীও। কিন্তু হলে কি হবে, চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই বোর্ডের ফতোয়াকে বুড়ো আঙুল দেখালেন কিং কোহলি।

Related Articles