খেলা

ভেঙে যাচ্ছে বীরুর ২০ বছরের দাম্পত্য জীবন! গুঞ্জন সর্বত্র

Veeru's 20-year marriage is on the verge of breaking up! Rumors are everywhere

Truth Of Bengal: দীর্ঘ ২০ বছর স্ত্রী আরতি আহলাওয়াতের সঙ্গে দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ। সূত্রের খবর, এবার নাকি স্ত্রী আরতির সঙ্গে সেই বৈবাহিক সম্পর্ক ভাঙার মুখে। অবশ্য এই বিষয়ে কোনও পক্ষেরই প্রতিক্রিয়া জানা যায়নি। তবে এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় দুজনের আনফলো করার ঘটনা এই জল্পনা আরও উস্কে দিয়েছে।

প্রসঙ্গত, ২০০৪ সালে আরতি আহলাওয়াতের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন দিল্লির ‘নজফগড়ের বাদশা’। তাঁদের দুটি পুত্র সন্তানও রয়েছে। তাঁরা হলেন আর্যবীর ও বেদান্ত। বিশেষ সূত্রে জানা গিয়েছে, বীরেন্দ্র ও আরতি ইতিমধ্যেই নাকি আলাদা থাকতে শুরু করেছেন।

এমনকি সেহওয়াগ বিশেষ কোনও জায়গায় গেলে আগে সেখানে পুত্রদের সঙ্গে স্ত্রী আরতিকেও দেখা যেত। কিন্তু বর্তমানে তাঁকে আর দেখা যাচ্ছে না। মাত্র কয়দিন আগেও সেহওয়াগ নাগাক্ষি মন্দিরে গিয়েছিলেন। সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিও পোস্ট করেন বীরু। সেখানেও স্ত্রী আরতি অদৃশ্যই থেকেছেন। ফলে সেহওয়াগ-আরতির সম্পর্কের বাতাবরণ ঘিরে আরও জল্পনা আরও বাড়তে থাকে। এখন দেখা যাক শেষ পর্যন্ত বীরু-আরতির সম্পর্কের জল কোথায় গিয়ে দাঁড়ায়।