Vaibhav Suryavanshi: ৫৬ বলে সেঞ্চুরি হাঁকিয়ে এশিয়া কাপে নজর কাড়ল ভারতের বৈভব সূর্যবংশী
প্রথম ম্যাচেই ৫৬ বলে শতরান করে রেকর্ডের বইয়ে নাম লেখাল ভারতের এই তরুণ তারকা।
Truth of Bengal: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে রান পাচ্ছিল না বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর বয়সেই আন্তর্জাতিক বয়সভিত্তিক ক্রিকেটে তাঁর ব্যাটিং দাপট চোখ ধাঁধিয়ে দিল সকলকে। আর এবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে প্রথম ম্যাচেই ৫৬ বলে শতরান করে রেকর্ডের বইয়ে নাম লেখাল ভারতের এই তরুণ তারকা। শেষ পর্যন্ত থামলেন ৯৫ বলে ১৭১ রানের ঝোড়ো ইনিংস খেলে। মোট ৯টি চার ও ১৪টি ছক্কার সৌজন্যে এই ইনিংস গড়ে বৈভব। তিন নম্বরে আসা অ্যারন জর্জের সঙ্গে ২১২ রানের জুটি গড়েছে সে।
দুবাইয়ে টস জিতে প্রথমে ফিল্ডিং নেয় আমিরশাহি। ভারতের হয়ে ইনিংসের দায়িত্ব একাই কাঁধে তুলে নেন বৈভব। অধিনায়ক আয়ুষ মাত্র ৪ রানে আউট হয়ে গেলেও বৈভব শুরুতে কিছুটা সাবধানে খেললেও পরে প্রতিপক্ষ বোলারদের ওপর চালান আক্রমণ। তিন নম্বরে আসা অ্যারন জর্জের সঙ্গে গড়ে ২১২ রানের জুটি। এর মধ্যে বৈভবের দাপটই ছিল স্পষ্ট। পাঁচটি চারে ও নয়টি ছক্কায় মাত্র ৫৬ বলে শতরান পূরণ করেন তিনি। এরপর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে তাঁর ব্যাট। ইনিংস শেষ হয় ১৭১ রানে—যেখানে রয়েছে ৯টি চার ও ১৪টি ছক্কার ঝড়।
দ্বিশতরানের দোরগোড়ায় পৌঁছে গিয়েও শরিফ সুরির বলে ক্লিন বোল্ড হয়ে থামতে হয় বৈভবকে। মাত্র ২৯ রান দূরে ছিল তাঁর ডবল সেঞ্চুরি।মাত্র ১৪ বছর বয়সেই বৈভবের ধারাবাহিক ব্যাটিং দক্ষতা নজর কেড়েছে ভারতীয় ক্রিকেট মহলে। বৈভবের ঝুড়িতে রয়েছে ২০২৫ আইপিএলে শতরান, ইংল্যান্ডের বিরুদ্ধে যুব ওয়ানডেতে সেঞ্চুরি, অস্ট্রেলিয়ায় ইউথ টেস্টে সেঞ্চুরি, ইন্ডিয়া ‘এ’-র হয়ে ৩২ বলে সেঞ্চুরি, বিহারের হয়ে সৈয়দ মুস্তাক আলিতে শতরান। এবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ১৭১ রানের বিধ্বংসী ইনিংস সব মিলিয়ে ২০২৫ সাল বৈভবের কেরিয়ারের এক সুপারহিট বছর হয়ে উঠছে।শেষ খবর অনুযায়ী, বৈভবের ঝড়ো ইনিংসের দৌলতে ভারতের স্কোর ৩৩ ওভারে ২৬৮/৩। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচে বড় রানের ভিত্তি গড়ে দিয়েছে বৈভবের ব্যাট।






