
The Truth of Bengal: তাপমাত্রার সঙ্গে উত্তেজনার পারদ চড়ছে কলকাতায়। কারণ সামনে রয়েছে আইএসএল ডার্বি। সেই ডার্বিকে ঘিরে দু পক্ষের সমর্থকদের মধ্যে চলছে নানারকম আলোচনা। এদিকে ইস্টবেঙ্গল সুপার কাপ জয়ী ফলত মোহনবাগানের চাপটা কি খানিকটা বাড়ল? আগামী তিন তারিখ রয়েছে ডার্বি । কোন দল জিতবে জানেনা কেউ । তবে ইস্টবেঙ্গল যে দাঁতে দাঁত চেপে লড়াই করবে তা স্পষ্ট।
কাপের ফাইনালে তীব্র লড়াই করে হার মানিয়েছে বিপক্ষকে। ট্রফির খরা কাটাতে মরিয়া ইস্টবেঙ্গল এক চুল জায়গায় ছাড়বে না ডার্বিতে। এদিকে মোহনবাগানও ছাড়ার পাত্র নয় । লড়াই করবে হাড্ডাহাড্ডি। সুপার কাপ ঘরে তুলে আত্মবিশ্বাস আরো অনেকটা বেড়ে গেছে ইস্টবেঙ্গলের। সেই আত্মবিশ্বাস যে এবারের ডার্বিতে দেখা যাবে তা একেবারে স্পষ্ট। এদিকে মোহনবাগানে এসেছেন হাবাস।
ম্যাচের আগে খেলোয়াড়দের কে নিজের মতো করে নতুনভাবে তৈরি করে নিচ্ছেন হাবাস। দু দলই এখন বেশ ভালো ফর্মে রয়েছে । এর আগে মোহনবাগান যেমন জয় দিয়ে বছর শুরু করেছে তেমন লাল হলুদ শিবির ও জয় দিয়ে বছর শুরু করেছে। উল্লেখ্য এর আগের ডার্বিতে কলিঙ্গ সুপার কাপে মোহনবাগান সুপার জায়ান্টকে ৩-১ গোলে গুঁড়িয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল। সুপার কাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল তারা।