অপ্রতিরোধ্য ভারত! অস্ট্রেলিয়াকে দুরমুশ করে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে রোহিত বাহিনী
Unstoppable India! Rohit Bahini thrashed Australia in the semi-finals of the T20 World Cup

The Truth Of Bengal: সেমিফাইনালে ওঠার আশা টিকিয়ে রাখতে সেন্ট লুসিয়ায় সুপার এইটে ভারতের বিপক্ষে গত সোমবারের ম্যাচটি মহাগুরুত্বপূর্ণ ছিল অস্ট্রেলিয়ার জন্য। এমন ম্যাচে ভারত ৫ উইকেটে ২০৫ রান তোলার পর অস্ট্রেলিয়াও শুরুতে ব্যাটিংয়ে জবাব দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু শেষ রক্ষা হয়নি। ২০ ওভারে ৭ উইকেটে ১৮১ রানে থেমেছে অস্ট্রেলিয়া।
২৪ রানের জয়ে গ্রুপ ১–এর চ্যাম্পিয়ন দল হিসেবে সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া নিশ্চিত করেছে ভারত। গ্রুপ ১ থেকে ৩ ম্যাচের সব কটি জিতে মোট ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠল রোহিত শর্মার দল।শেষ ১০ ওভারে জয়ের জন্য ১০৭ রান দরকার ছিল অস্ট্রেলিয়ার। ১৪তম ওভারে কুলদীপ যাদবের স্পিনে আউট হন ১২ বলে ১৯ রান করা গ্লেন ম্যাক্সওয়েল।
পরের ওভারে মার্কাস স্টয়নিসও আউট হওয়ার পর ম্যাচ খানিকটা হেলে পড়ে ভারতের পক্ষে। জয়ের জন্য শেষ ৫ ওভারে ৬৫ রান দরকার ছিল অস্ট্রেলিয়ার। হাতে ৪ উইকেট।জয়ের জন্য শেষ ২ ওভারে ৩৯ রান দরকার ছিল অস্ট্রেলিয়ার। মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স মিলে এই কঠিন লক্ষ্য পাড়ি দিতে পারেননি। বুমরা ১৯তম ওভারে দেন ১০ রান। হার্দিক পান্ডিয়ার করা শেষ ওভারে জয়ের জন্য ২৯ রানের খুব কঠিন লক্ষ্য টপকে যেতে পারেননি স্টার্ক ও কামিন্স।