খেলা

তোরেসের হ্যাটট্রিক, ভ্যালেন্সিয়াকে ৫ গোলে উড়িয়ে শেষ চারে বার্সেলোনা

Torres hat-trick, Barcelona thrashes Valencia 5-0 to reach last four

Truth of Bengal: লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচ ৭–১ গোলে জিতেছিল বার্সেলোনা। একই দলের বিপক্ষে বৃহস্পতিবার রাতে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে মাঠে নেমেছিল কাতালান ক্লাবটি। আগের ম্যাচে বড় জয়ের পরও এই ম্যাচটাতে কঠিন প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা ছিল বার্সা খেলোয়াড়দের। মাঠের লড়াইয়ে অবশ্য কোনও প্রতিদ্বন্দ্বিতাই হয়নি। এবার ফেরান তোরেসের হ্যাটট্রিকে ভ্যালেন্সিয়াকে ৫–০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সা। দলের হয়ে অন্য দুই গোল করেন ফারমিন লোপেজ ও লামিনে ইয়ামাল।

ভ্যালেন্সিয়ার মাঠে দলটিরই প্রাক্তন তারকা তোরেসের গোলে বার্সার এগিয়ে যেতে সময় লাগে মাত্র ৩ মিনিট। এরপর ৩০ মিনিটে নিজের হ্যাটট্রিকও পূরণ করে নেন তোরেস। আর মাঝে ২৩ মিনিটে গোল করেন লোপেজও। অর্থাৎ প্রথম আধ ঘণ্টায় ৪ গোল করে ম্যাচটাই একরকম শেষ করে দেয় বার্সা। পরবর্তীকালে অবশ্য ৫৯ মিনিটে বার্সার হয়ে আরও এক গোল করে ব্যবধান ৫–০ করেন ইয়ামাল।

বড় জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে হ্যাটট্রিক করা তোরেস বলেন, ‘আমরা ভেবেছিলাম এটা খুব কঠিন একটা ম্যাচ হতে যাচ্ছে। কারণ, মেস্তায়ায় খেলা সব সময় কঠিন। আমাদের ভাগ্য ভাল যে, আমরা ম্যাচের প্রথম দিকেই গোল করেছি এবং সেটাই তাদের ভরাডুবির কারণ হয়েছে।’

দলের জয় নিয়ে ম্যাচ শেষে কথা বলেন বার্সা কোচ ফ্লিকও, ‘দল কি প্রথম মিনিট থেকেই আগ্রাসী খেলেছে? হ্যাঁ, সেটা গুরুত্বপূর্ণও ছিল। আমি যেমনটা আগেও বলেছি, কোয়ার্টার ফাইনালে কোনও দ্বিতীয় সুযোগ নেই এবং আমরা দারুণ খেলেছি। শুরু থেকেই আমরা মনোযোগী ছিলাম, সুযোগ তৈরি করেছি এবং গোল করেছি। আর সেটা আমাদের অনেক সহায়তাও করেছে।’

বার্সার জয়ের রাতে অন্য সেমিফাইনালে জয় পেয়েছে রিয়েল সোসিয়েদাদ। ওসাসুনাকে তারা হারিয়েছে ২–০ গোলে। এর ফলে কোপা দেল রের সেমিফাইনাল নিশ্চিত করা চার দল হলো রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ, বার্সেলোনা ও রিয়েল সোসিয়েদাদ। এই চার দলের মধ্যে তিন দল অর্থাৎ রিয়াল, আতলেতিকো ও বার্সা আছে লা লিগা পয়েন্ট তালিকার প্রথম তিনে। আর সোসিয়েদাদের অবস্থান ১১ নম্বরে।

Related Articles