কলকাতাখেলা

বড় বাজার যুবক সংঘ ক্লাবে শুরু হতে চলেছে এবছরের রাজ্য টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ

This year's state table tennis championship is about to begin at the Barabazar Youth Association Club

Truth of Bengal: ৫ নভেম্বর থেকে বড় বাজার যুবক সংঘ ক্লাবে শুরু হতে চলেছে এবছরের রাজ্য টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। দ্রোনাচার্য জয়ন্ত পুশিলালের নামে রাজ্য চ্যাম্পিয়নশিপ চলবে ১২ নভেম্বর পর্যন্ত। আয়োজনে বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খেলোয়াড়রা এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

১০টি বোর্ডে এবারের প্রতিযোগিতা হবে মহাজাতি সদনের পেছনে বড়বাজার যুবক সংঘ ক্লাবে। দেড় হাজারের বেশি প্যাডলার এবার রাজ্য চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন। ২২টি দল এবারের প্রতিযোগিতায় নামবে। পৌনে দুলক্ষ টাকা পুরস্কার মূল্যের রাজ্য প্রতিযোগিতা ঘিরে ইতিমধ্যেই আগ্রহ তুঙ্গে।

এবারের রাজ্য চ্যাম্পিয়নশিপে ক্রীড়াগুরু জয়ন্ত পুশিলালকে স্মরণ করে শ্রদ্ধার্ঘ অর্পন করছে রাজ্য সংস্থা। যুগ্মসচিব শর্মি সেনগুপ্ত জানিয়েছেন, “জয়ন্ত পুশিলাল কোচেদের কোচ। প্রকৃত অর্থেই গুরু। বছরের পর বছর ধরে চ্যাম্পিয়ন উপহার দিয়ে গিয়েছেন। এমন একটি মানুষকে শ্রদ্ধা জানাতেই রাজ্য চ্যাম্পিয়নশিপকে জয়ন্ত পুশিলালের নামে উৎসর্গ করা হয়েছে।

ভবিষ্যতে আমরা ওনার নামে আরও একটি স্টেজ থ্রি টুর্নামেন্ট করার পরিকল্পনা করছি।” দেড় হাজার প্রতিযোগী এবারের রাজ্য চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন। নামজাদা খেলোয়াড়রা যেমন রাজ্য সেরার দৌড়ে নামবেন, একইভাবে নতুন প্রতিভার সন্ধান মিলবে সাতদিনে রাজ্য চ্যাম্পিয়নশিপে।

পশ্চিমবঙ্গে ক্রীড়া মানচিত্রে টেবিল টেনিস সফল খেলাগুলির মধ্যে অন্যতম। সাফল্যের হারও অন্য অনেক খেলার সঙ্গে পাল্লা দেওয়ার মতো। জাতীয় এবং আর্ন্তজাতিক পর্যায়ে বাংলার খেলোয়াড়রা সাফল্য পাওয়াকে অভ্যাসে পরিণত করেছেন। তাই এবারের রাজ্য টিটি অনেক আকর্ষণীয় প্রতিদ্বন্দীতা উপহার দিতে চলেছে বলে আশা করা হচ্ছে।