খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার জার্সি বিতর্ক, টিম ইন্ডিয়ার জার্সিতে ‘পাকিস্তান’ লেখা জাবে না

This time the jersey debate in the Champions Trophy, Team India's jersey will not have 'Pakistan' written on it

Truth Of Bengal : চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে বিতর্ক যেন কিছুতেই থামছে না। প্রতিবেশী দুই দেশের মধ্যে এবার নতুন করে যে বিতর্ক দানা বাঁধল তা হল জার্সি বিতর্ক। এতদিন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী দেশগুলির জার্সিতে আয়োজক দেশের নাম লেখা থাকত। কিন্তু আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত ব্রিগেডের জার্সিতে পাকিস্তানের নাম দেখা যাবে না। এমনটাই দাবি জানানো হয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে। বিসিসিআই-র এমন দাবির কথা জানান পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্তা।

উল্লেখ্য, এতদিন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী দেশগুলির জার্সিতে থাকত ট্রফির ছবি ও আয়োজক দেশের নাম। কিন্তু এবার এখানেই নাকি আপত্তি জানিয়েছে বিসিসিআই। সরকারিভাবে এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে। তবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার জার্সি নিয়ে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে বিতর্ক দানা বাঁধছে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

বিসিসিআই-র এমন অভিযোগ প্রসঙ্গে সংবাদমাধ্যমের কাছে দেওয়া সাক্ষাৎকারে পিসিবি-র এক কর্তা জানান, ‘বিসিসিআই ক্রিকেট নিয়ে রাজনীতি করছে। এটা ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তাদের মাথায় রাখা উচিত এটা ক্রিকেটের ভাল বিজ্ঞাপন নয়। প্রথমে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ওরা পাকিস্তানে আসতে আপত্তি জানিয়েছিল। এমনকি ফটো শ্যুটে-ও ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে পাকিস্তানে আসার ব্যাপারে আপত্তি আছে।এইসবের মধ্যেই এখন ফের জার্সি নিয়ে নতুন করে বিতর্ক শুরু করল। আমরা আশা করব, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এমন দাবি নিশ্চয়ই আইসিসি মান্যতা দেবে না।’

প্রসঙ্গত, এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে শুরু থেকেই বিতর্কের সৃষ্টি হয়েছিল। প্রথমে নিরাপত্তার কারণে পাকিস্তানে গিয়ে ম্যাচ খেলতে আপত্তি জানিয়েছিল বিসিসিআই। তাদের দাবি ছিল হাইব্রিড মডেল মেনেই ভারতের খেলাগুলি দেওয়া হউক। আইসিসি সেই দাবিকে মান্যতা দিয়েছে। তবে পাল্টা যুক্তি হিসাবে পাকিস্তানও কিন্তু পিছিয়ে ছিল না। তাদের পক্ষ থেকেও বলা হয়েছে  এরপর থেকে ভারতে যে সমস্ত টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে, সেগুলিতে পাকিস্তান হাইব্রিড মডেল মেনেই খেলবে।

Related Articles