
Truth Of Bengal : বর্ডার-গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়ার কাছে দুরমুশ হয়েছে ভারতীয় দল। এরপরই দলের প্রত্যেককে কড়া ঘরোয়া ক্রিকেট খেলার জন্য কড়া বার্তা দিয়েছিলেন দলের কোচ গৌতম গম্ভীর। গৌতি সাফ জানিয়েছিলেন, লাল বলের ক্রিকেট খেলতে হলে অবশ্যই ঘরোয়া ট্রফিতে খেলতে হবে। গৌতির সেই নির্দেশ মতোই রণজি ট্রফিতে খেলার সিদ্ধান্ত নিলেন অলরাউন্ডার নীতীশ রেড্ডিচিত্র । হায়দরাবাদে হয়ে ঘরোয়া ট্রফিতে খেলতে দেখা যাবে তাঁকে।
তবে কেবল নীতীশ একাই নন, সূত্রের খবর অনুযায়ী জাতীয় দলের অনেক খেলোয়াড়কেই এবার ঘরোয়া ট্রফিতে খেলতে দেখা যাবে। তবে শুধু নীতীশই নন, ঘরোয়া ট্রফিতে খেলতে দেখা যাবে প্রসিদ্ধ কৃষ্ণা ও দেবদূত পাড়িক্কলকেও। তবে এখনই ঘরোয়া ট্রফিতে খেলবেন কি না, তা চূড়ান্ত করেননি বিরাট কোহলি ও রোহিত শর্মা।
সাময়িকভাবে বিরতি চেয়েছেন কেএল রাহুল। বিজয় হাজারের নকআউট পর্বে তিনি খেলতে না চাইলেও, বিশেষ সূত্রের খবর, রণজিতে কর্ণাটক নক আউট পর্যায়ে উঠলে দলের হয়ে খেলার সম্ভাবনা রয়েছে রাহুলের। তেমনি বিজয় হাজারে ট্রফির তামিলনাড়ু শেষ আটে পৌঁছলে খেলতে দেখা যেতে পারে ওয়াশিংটন সুন্দরকেও।