খেলা
Trending

ফের পদক জয়ের‌ হাতছানি অলিম্পিক্সে, রমিতা , অর্জুনের দাপট দেখবে বিশ্ব !

The world will see the power of Ramita and Arjun in the Olympic Games!

The Truth Of Bengal: প্যারিস অলিম্পিক্সে প্রথম পদক এলো গতকাল রবিবার। অলিম্পিক্স থেকে পদক পেয়েছেন  মনু ভাকের । প্রথম মহিলা শুটার হিসেবে কালকে নজির গড়েছেন তেমন ভাবে এই সপ্তাহের প্রথম কাজের দিনেও পদক জয়ের  স্বপ্ন  দেখাচ্ছেন রমিতা জিন্দল । তিনি আজ ১০ মিটার এয়ার রাইফেলের লক্ষ্যে নামবেন , তার সামনে রয়েছে পদক জয়ের লক্ষ্যমাত্রা । ফাইনালে কেমন পারফর্ম করেন সেটাই দেখার বিষয় ।

১০ মিটার এয়ার রাইফেল এ দাপট দেখিয়েছেন রমিতা জিনদল । সেমিফাইনালে শেষে রাউন্ডে তিনি এলা ভেনিল কে হারিয়ে ফাইনালে ছাড়পত্র জোগাড় করেছিলেন। নজর থাকবে, অর্জুন বাবুটার দিকেও। আজ বিকেল সাড়ে তিনটা থেকে অর্জুন বাবুটা খেলতে নামবেন ফাইনালে ।

রবিবার হাসি ফুটিয়েছেন মনোভাবের দেশবাসীকে আজও সেই লক্ষ্যমাত্র নিয়েই নামছেন দুই ভারতীয় শুটার। প্রমাণ করবেন নিজেদেরকে সেই সঙ্গে শুটিংয়ে পদক পাবার চেষ্টা জারি রাখবেন তারা।সুপার সান্ডে’ র পর সুপার মান্ডের অপেক্ষায় দেশ । ১১৭ জন প্রতিযোগির প্রতি দেশবাসীর যে ভরসা রয়েছে সেই ভরসা যে পূরণ হতে চলেছে তা প্রমাণ করেছেন ২২ বছরের মনুভাকের ।  আজ কি করবেন অর্জুন বাবুটা ও রমিতা জিন্দল সেদিকেই নজর থাকছে ।

 

Related Articles