খেলা

বিশ্বকাপ দলের তালিকা তৈরি , প্রকাশিত হবে কদিনের মধ্যেই

The World Cup team list will be published in a few days

The Truth of Bengal : কয়েকদিনের মধ্যেই ঘোষিত হবে বিশ্বকাপের দল। এদিকে কোন কোন খেলোয়াড় সুযোগ পাবেন আর কোন কোন খেলোয়াড় সুযোগ পাবেননা তা নিয়ে সমর্থকদের মধ্যে একটা চাপা উত্তেজনা রয়েছে। এদিকে বিসিসিআই তরফ থেকে গত সপ্তাহে বৈঠক করা হয়েছিল । বৈঠকে ছিলেন রোহিত শর্মা , রাহুল দ্রাবিড় এবং নির্বাচন মন্ডলীর এর চেয়ারম্যান অজিত আগরকর । সব দিক বিচার করে এই দল ঘোষণা করা হবে। জানা গিয়েছে এই বৈঠকে যে যে খেলোয়াড়কে নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে রয়েছেন বিরাট কোহলি । তাকে যদিও শর্ত দিয়েছেন নির্বাচকেরা , রোহিত শর্মার সঙ্গে তাকে ওপেন করতে নামতে হবে। পাশাপাশি হার্দিক পান্ডিয়া কে এই বিশ্বকাপে দেখা যেতে পারে । টি-টোয়েন্টি ফরম্যাটে এক নাম্বার ব্যাটার হিসেবে দেখা যাবে সূর্য কুমার যাদব , পেসার জশপ্রীত বুমরা , অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে । অর্শ দ্বীপ সিং , মহহ্মদ সিরাজ , কুলদীপ যাদবেরা থাকছেন দলে। আরো জানা গিয়েছে চোট সারিয়ে আইপিএল খেলা ঋষভ পন্থকে দেখা যাবে এই বিশ্বকাপে । তাকে নিয়েও আলোচনা হয়েছে এই বৈঠকে । বিশ্বকাপের তালিকায় ন জনের জায়গা পাকা বলে জানা গিয়েছে ।

তার পাশাপাশি যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে চলেছে ফলত তারপরও নির্ভর করছে অনেক কিছু। বোর্ডের তরফ থেকে প্রাথমিকভাবে যে তালিকা তৈরি করা হয়েছে জানা গিয়েছে সেই তালিকায় শুভমান গিল , রিঙ্কু সিং এর মধ্যে তিন জনকে নেওয়া হতে পারে। এপ্রিলের শেষে ই এই দল ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে।

 

 

Related Articles