খেলা

শামির খোঁজ নিয়মিত রেখেছেন দুজন, কারা তাঁরা?

The two have been looking for Shami regularly, who are they?

The Truth Of Bengal : মহম্মদ শামিকে ছাড়া একের পর এক সফর করেছে টিম ইন্ডিয়া। মাঝে পেরিয়েছে বেশ কয়েকটা মাস। বদলে গেছে টিম ইন্ডিয়ার  কোচ। ঘরে এসেছে একটি বিশ্বকাপ ট্রফিও। শামি নিজের হেলথ আপডেট দিয়েছেন এর আগে। এ বছরই তার টিমে ফেরার কথা কিন্তু এর মাঝে এক সাক্ষাৎকারে তিনি বলছেন নিজের বন্ধুর কথা। টিম ইন্ডিয়াতে তার যে বন্ধু রয়েছে অর্থাৎ যার সঙ্গে তিনি সমস্ত কথা শেয়ার করেন সেই বন্ধুদের কথা বললেন । তারাই শামির এই চোট পাওয়ার পর খোঁজ নিয়েছেন বারবার। ওই সাক্ষাৎকারে তিনি জানাচ্ছেন বিরাট কোহলি,  ঈশান্ত শর্মা তার প্রিয় বন্ধু। চোট পাওয়ার পর শুধুমাত্র এই দুজন ক্রিকেটার ই তাকে নিয়মিত  ফোন করে খোঁজ নিয়েছেন ,  তার হেলথ আপডেট কি আছে। মাঝে আইপিএল খেলা হয়েছে সেখানে খেলতে পারেনি শামি।

তারপর গেল টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে খেতাব জয় করেছে ভারত শামিকে ছাড়াই। এমনকি এখন শ্রীলঙ্কা সফরেও  শামি থাকছেন না। ধীরে ধীরে ফিরে আসার চেষ্টায় রয়েছেন শামি। দলে ফিরতে চাইছেন শামি। সেই যাত্রাই দুই বন্ধুকে কাছে পেয়েছেন। তারা বিরাট , ইশান্ত। শামি কবে ফিরবেন দলে? জানা গেছে , চলতি অগস্টের মধ্যে তিনি সুস্থ হয়ে উঠবেন। এ বছর নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে হবে ভারতকে। আশা করা হচ্ছে শামি ফিট হয়ে টেস্ট সিরিজে ফিরবেন। তার জন্য বার বার সুস্থতা কামনা করেছেন টিম ইন্ডিয়ার দুই খেলোয়াড়। তাদের কথা তিনি ভুলতে পখরবেন না বলেই জানিয়েছেন।

Related Articles