আগামী ২৪ তারিখ ঘোষণা হবে ইংল্যান্ড সিরিজের দল ও অধিনায়কের নাম
The team and captain for the England series will be announced on the 24th

Truth Of Bengal: আগামী জুন মাসেই ইংল্যান্ড সিরিজে যাবে ভারতীয় দল। কিন্তু এখন অবধি সেই সিরিজের জন্য ভারতীয় দলের সদস্য ও অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি। দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল আজ নয় তো কাল নতুন অধিনায়ক ও দল ঘোষণা করতে পারে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। কিন্তু বুধবার এক বহুল প্রচারিত সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, ইংল্যান্ড সফরের জন্য আগামী ২৪ তারিখ ভারতীয় দল ও সেই সিরিজের অধিনায়কের নাম ঘোষণা করতে পারে বিসিসিআই। ওই সংবাদমাধ্যম সূত্রে খবর, আগামী ২৪ তারিখ বেলা ১২টার বিসিসিআই আসন্ন ইংল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করতে পারে।
উল্লেখ্য, ইংল্যান্ড সিরিজ ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কেননা আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করতে গেলে ভারতকে এই সিরিজে জয়লাভ করতেই হবে। এর পাশাপাশি সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টা সেটা হল ম্যাককালামদের বিপক্ষে সিরিজে ভারত পাবে না রোহিত শর্মা থেকে শুরু করে বিরাট কোহলি এবং রবিচন্দ্রন অশ্বিনের মতো তারকা খেলোয়াড়দের। ফলে তাঁদের জায়গায় সেই সিরিজে ভারতী দলে কোন কোন ক্রিকেটারকে নির্বাচকরা সুযোগ দেন তা নিয়েও চলছে জোর জল্পনা।
ইতিমধ্য ইংল্যান্ড সফরে গিয়েছেন ভারতীয় এ দলের ক্রিকেটাররা। সেই দলে আছেন আইপিএল-এ নজরকাড়া ক্রিকেটার করুণ নায়ার, ইশান কিষাণরা রয়েছেন। দল নির্বাচনের সময় তাঁদের পারফরম্যান্সের দিকেও অজিত আগরকারদের বিশেষ নজর থাকবে বলে মনে করা হচ্ছে।
এছাড়া যে বিষয়টি সবচেয়ে উল্লেখযোগ্য, তা হল রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোয় ইংল্যান্ড সিরিজে ভারতের অধিনায়ক হিসেবে কার নাম ঘোষণা করে অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। এই তালিকায় প্রথম দিকে মূলত মূল লড়াইয়ে ছিলেন তরুণ ব্যাটার শুভমন গিলের সঙ্গে যশপ্রীত বুমরা। কিন্তু বুমরা অধিনায়কের দৌড় থেকে নিজেকে সরিয়ে নেওয়ায় এখন লড়াইয়ে আছেন শুভমন ও পন্থ। এখন দেখা যাক শেষ পর্যন্ত অধিনায়ক হিসেবে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা কার ওপরই সবচেয়ে বেশি ভরসা করেন, তা সময় হলেই জানা যাবে।