খেলা

টিকিটের সমস্যার কারণেই একসঙ্গে দেশে ফিরছেন না রোহিতরা

The Rohits are not returning home together because of the ticket problem

Truth Of Bengal : প্রায় দীর্ঘ দু মাসেরও বেশি সময় ঘর ছাড়া রোহিত ব্রিগেডের সদস্যরা। এতদিন অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ টেস্টের সিরিজ খেলতে ব্যস্ত ছিলেন রোহিত, বিরাট, পন্থরা। যেহেতু পাঁচ দিনের ম্যাচ সেই মতো ৮ জানুয়ারি বিমান ধরার কথা ছিল রোহিতদের। কিন্তু যেহেতু নির্ধারিত সময়ের দু দিন আগেই সিডনি টেস্ট শেষ হয়ে গিয়েছে, তাই আর অস্ট্রেলিয়াতে অহেতুক থাকতে চাইছেন না টিম ইন্ডিয়ার সদস্যরা।

সূত্রের খবর, অস্ট্রেলিয়া থেকে একসঙ্গে দেশে ফিরতে পারছেন না টিম ইন্ডিয়ার সদস্যরা। আলাদা আলাদাভাবেই তাঁদের দেশে ফিরতে হচ্ছে। সোমবার এই দলের বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার দেশে ফেরার বিমান ধরেছেন। তবে তালিকায় কারা কারা রয়েছেন সেই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি বিসিসিআইয়ের পক্ষ থেকে।

প্রসঙ্গত, এবারের বর্ডার-গাভাসকর ট্রফিতে চার টেস্টের বদলে পাঁচ টেস্টের ম্যাচ খেলতে হয়েছিল ভারতকে। পারথ, ব্রিসবেন, অ্যাডিলেড, মেলবোর্ন এবং সিডনিতে এই ম্যাচগুলি ভারতকে খেলতে হয়। এমনকি তার সঙ্গে ক্যানবেরায় খেলতে হয়েছে একটি প্রদর্শনী ম্যাচেও। সব মিলিয়ে ভারতকে এবার ৭,০০০ কিমি পথ বেশি সফর করেছে। তাই এবারের সফরে আরও বেশি ক্লান্তি গ্রাস করেছে দলের প্রতিটি সদস্যের মধ্যে। সেই থেকে মুক্তি পেতেই এখন যতশীঘ্র সম্ভব বাড়ি ফিরতে চাইছেন ক্রিকেটাররা।

বিশেষ সূত্রের খবর, ক্রিকেটারদের এই বাড়ি ফেরার তাগিদ দেখে মহা সমস্যায় পড়েছেন ভারতীয় দলের লজিস্টিক ম্যানেজার। কেননা পুরো বিষয়টিই পড়ে তাঁর দায়িত্বের মধ্যে। কেননা এত কম সময়ে এতগুলি টিকিট পাওয়া সম্ভব নয়। এই কারণেই একসঙ্গে তিনি বিরাট-রোহিত সহ গোটা দলকে একসঙ্গে দেশে ফেরার ব্যবস্থা করতে পারছেন না। এদিকে এই প্রসঙ্গে বোর্ডের এক আধা কর্তা জানান, ‘লজিস্টিক ম্যানেজার গোটা বিষয়টা যাতে দ্রুত মেটানো যায়, তার চেষ্টা করছেন। যেমন, যেমন টিকিট তিনি পাচ্ছেন, সেইরকমভাবেই ক্রিকেটারদের বিভিন্ন দলে ভাগ করে দেশে ফেরার ব্যবস্থা করছেন।’

এদিকে বোর্ড সূত্রে জানানো হয়েছে, টিকিটের সমস্যার কারণে ভারতীয় দল একসঙ্গে দেশে ফিরতে না পারার কারণে, ক্রিকেটাররা নিজেদের সুবিধা মত দেশে ফিরবেন। আশা করা যাচ্ছে মঙ্গলবারের সকালেই দলের বাকি সদস্যরা দেশে ফেরার বিমান ধরতে পারবেন।

Related Articles