ঘোষণা করা হল আগামী আইপিএল-র উদ্বোধন এবং ফাইনাল ম্যাচের দিন
The next IPL schedule has been announced

Truth Of Bengal : ২০২৫-র আইপিএল কবে থেকে শুরু হবে তা নিয়ে জল্পনা চলছিল অনেকদিন থেকেই। অবশেষে রবিবার চলতি বছরের আইপিএল কবে থেকে শুরু হবে তা জানিয়ে দিলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অন্যতম কর্তা রাজীব শুক্লা। তিনি জানান, আইপিএল শুরু হবে ২১ মার্চ থেকে। চলবে ২৫ মে পর্যন্ত।
বিবিসিআই ভাইস-প্রেসিডেন্ট রাজীব শুক্লা আইপিএলের সূচি তুলে ধরলেন ভারতীয় প্রিমিয়ার লিগ-২০২৫ হবে ২১ মার্চ।রাজীব শুক্লা এমনটাই ঘোষণা করেছেন।বিসিসিআই ভাইস-প্রেসিডেন্ট রাজীব শুক্লা আরও জানিয়েছেন, ফাইনাল ম্যাচ হবে ২৫মে।বিসিসিআইয়ের উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রাজীব শুক্লা স্পষ্ট করেছেন। জেড্ডায় আয়োজন করা হয় মেগা অকশন। খেলোয়াড়দের দর হাঁকা হয় সেই বিরাট অনুষ্ঠানে। দেখা যায় সৌদি আরবের সেই মহা-অকশনে একজন একজন খেলোয়াড়ের দর কোটি কোটি টাকা। ১৮২ জন খেলোয়াড়ের জন্য ৬৩৯,.১৫কোটি টাকা আইপিএলের দরপত্র হাঁকা হয়।
#WATCH | Mumbai: BCCI Vice President Rajeev Shukla says, “Devajit Saikia elected new BCCI secretary and Prabhtej Singh Bhatia elects as BCCI treasurer…IPL is going to start from 23rd March…” pic.twitter.com/Jd6x7U8Hou
— ANI (@ANI) January 12, 2025
এই হাইপ্রোফাইল অকশনের স্পটলাইটে উঠে আসে প্রতিভাবান খেলোয়াড়দের কার্যকারিতার কত মূল্য। আইপিএলের ঋষভ পন্থ বেশি দর পায়। ২৭ লাখ টাকা দর পায় ঋষভ। শ্রেয়স আইয়ার ও ভেক্টটেশ আয়ার কাছাকাছি ছিল। দুজনের দর ওঠে,২৬.৭৫ কোটি এবং ২৩.৭৫কোটি।
🚨 IPL To Start from 21st March 🚨
– Final will be Played on 25th May at Eden Garden’s Kolkata 🏏🇮🇳
– Who is a IPL fan Here ??👀 pic.twitter.com/OilA0QUyy6
— HASHIM BUTT (@Hashim__Butt) January 12, 2025
রবিবার বোর্ডের একটি বৈঠকের পর তিনি জানিয়েছেন, আইপিএল শুরু হবে ২১ মার্চ। প্রথমে তিনি ২৩ মার্চ ঘোষণা করলেও পরে তা শুধরে নেওয়া হয়। ফাইনাল হবে ২৫ মে। দু’টি ম্যাচই কলকাতায় হওয়ার কথা। রবিবার বোর্ডের বৈঠকে নতুন সচিব এবং কোষাধ্যক্ষ বেছে নেওয়া হয়। ভবিষ্যতে ভারতীয় বোর্ড কী কী পদক্ষেপ নিতে পারে, তা নিয়ে একটি আলোচনা হয়। গত বছর আইপিএল শুরু হয়েছিল ২২ মার্চ। চেন্নাই এবং বেঙ্গালুরু একে অপরের মুখোমুখি হয়েছিল। আইপিএল জেতে কলকাতা। বৈঠকে আগামী এক বছরের জন্য নতুন কমিশনার নিয়োগ করা হয়। এর পরের বৈঠক হবে ১৮-১৯ জানুয়ারি। সে দিনই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করে দেওয়ার কথা।