খেলা

তরুণ তুর্কিদের জাদু, বিলবাওকে উড়িয়ে স্প্যানিশ সুপার কাপ ফাইনালে বার্সেলোনা

The magic of the young Turks, Barcelona beat Bilbao in the Spanish Super Cup final

Truth Of Bengal : সৌদি আরবের জেড্ডায় স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে মাঠে নামার আগে দানি ওলমো ও পাউ ভিক্টরকে নিয়ে সুসংবাদ পায় বার্সেলোনা। স্পেনের শীর্ষ ক্রীড়া আদালত কনসেজো সুপিরিয়র দে দেপোর্তেস (সিএসডি) ওলমো ও ভিক্টরকে অস্থায়ীভাবে খেলার ছাড়পত্র দেয়। চূড়ান্ত কোনও রায় হওয়ার আগে পর্যন্ত তাঁরা বার্সার হয়ে খেলা চালিয়ে যেতে পারেন বলে মনে করে আদালত। কিন্তু সিএসডির সেই রায় আসতে আসতে এতটাই দেরি হয়েছে যে সুপার কাপ সেমিফাইনালে আর মাঠে নামা হয়নি ওলমো ও ভিক্টরের। তবু অবশ্য জিততে অসুবিধা হয়নি বার্সার। লামিনে ইয়ামাল ও গাভির গোলে অ্যাথলেটিক বিলবাওকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বার্সা।

ওলমোর জায়গাতেই খেলতে নেমে বার্সার জয়ে মুখ্য ভূমিকা রাখেন ২০ বছর বয়সি অ্যাটাকিং মিডফিল্ডার গাভি। ১৭ মিনিটে গোল করে ওলমোর মতোই সেলিব্রেশন করেন, এরপর ৫২ মিনিটে লামিনে ইয়ামালের গোলের অ্যাসিস্ট করেন। বৃহস্পতিবার রাতে দ্বিতীয় সেমিফাইনালে মায়োর্কার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ফাইনালে এ ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে সুপার কাপে সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়ন বার্সা।

বুধবার আলহান্দ্রো বালদের ক্রস থেকে গোল করে বার্সাকে এগিয়ে দেন গাভি। ২০২৩ সালের নভেম্বরে এসিএল চোটে পড়ার পর বার্সার হয়ে এটাই তাঁর প্রথম গোল। পরে ৫২ মিনিটে দারুণ এক ডিফেন্সচেরা পাস দেন ইয়ামালকে। বল পায়ে ঘুরেই দারুণ ফিনিশ করেন ১৭ বছর বয়সি এই উইঙ্গার। গোল করে নিজের খেলোয়াড়ি কেরিয়ারের আদর্শ নেইমারের মতো উদযাপনও করেন ইয়ামাল।

গত ৩১ ডিসেম্বর ওলমো ও ভিক্টরের নিবন্ধন বাতিল হয়ে যায় লা লিগায়। কারণ, লা লিগার আর্থিক সংগতি নীতির (এফএফপি) সঙ্গে সংগতি রেখে এই দুই খেলোয়াড়কে দলে রাখা হয়েছে, তা বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে প্রমাণ করতে পারেনি বার্সা। সিএসডির নতুন রায়ের সঙ্গেও সম্মতি জানায়নি লা লিগা কর্তৃপক্ষ। তারা আপিল করার সিদ্ধান্ত নিয়েছে।

বার্সার জয়ের পর ইয়ামাল জানিয়েছেন, আদালতের রায়ে খুশি হয়েছেন ওলমো ও ভিক্টর। তিনি বলেন, ‘খেলার সুযোগ না পেলে নার্ভাস লাগবেই। তবে এমন খবর পাওয়ার পর আনন্দও লাগে।’ সিএসডির সিদ্ধান্তকে স্বাগতও জানিয়েছেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক, ‘এই সঠিক সিদ্ধান্তে পুরো ক্লাবই খুশি। আমরা দেখাতে চেয়েছিলাম, আমরা একটি দল ও আমরা তাদের জন্যই জিতেছি।’

Related Articles