শেষ রক্ষা হল না, চির ঘুমের দেশে পাড়ি দিলেন ইকুয়েডরের জাতীয় ফুটবলার
The last one was not saved, Ecuador's national footballer passed away to the land of eternal sleep

Truth Of Bengal: শেষ রক্ষা হল না। গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে গত এক সপ্তাহ ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত হেরে গেলেন ইকুয়েডরের ফুটবলার মার্কো আনগুলো। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ২২ বছর। মঙ্গলবার তাঁর মৃত্যুর খবর জানিয়েছে ইকুয়েডর ফুটবল ফেডারেশন।
প্রসঙ্গত, গাড়ি দুর্ঘটনায় ভয়াবহ আহত হয়েছিলেন মার্কো। তাঁর মাথায় এবং ফুসফুসে গুরুতর চোট লাগে। দুর্ঘটনায় আহত হওয়ার পর থেকেই তিনি ইকুয়েডরের রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসধীন ছিলেন। অবশেষে সাত দিন ধরে চিকিৎসকদের যাবতীয় চেষ্টাকে ব্যর্থ করে চির ঘুমের দেশে পাড়ি দিলেন মার্কো। এই ঘটনায় শুধু মার্কোর পাশাপাশি প্রয়াত হয়েছেন তাঁরই সতীর্থ রোবার্তো কাবজোস।
চলতি বছরে মার্কো আনগুলো ইয়েকডরের চ্যাম্পিয়ন্স লিগে এলডিইউ কিটোর হয়ে খেলেছিলেন তিনি। মেজর লিগ সকারের ক্লাব সিনসিনাটি থেকে মার্কোকে দলে নিয়েছিলেন কিটোর কর্তারা। মার্কোর জাতীয় দলে অভিষেক হয় ২০২২ সালে। দেশের জার্সিতে মাত্র দুটি ম্যাচ খেলেছেন প্রয়াত ফুটবলার।
এদিকে মার্কোর অকাল প্রয়াণে গভীর শোকজ্ঞাপন করেছে ইকুয়েডর ফুটবল ফেডারেশন। সোশ্যাল মিডিয়ায় ক্লাবের পক্ষ থেকে শোকবার্তায় তারা লিখেছে, মার্কোর অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। তিনি যখনই সুযোগ পেয়েছেন জাতীয় দলে খেলার জন্য, তখনই নিজের সেরাটা উজাড় করে দিয়েছেন। তাঁর অমর আত্মার চিরশান্তি কামনা করি।
মার্কোর প্রয়াণে শোকজ্ঞাপন করেছে তাঁর প্রাক্তন ক্লাবও। শোকবার্তায় সেই ক্লাবের পক্ষ থেকে লেখা হয়েছে, মার্কোর প্রয়াণে আমরা শোকাহত। তাঁর পরিবারবর্গের প্রতি গভীর সমাবেদনা রইল।