খেলা

পাঞ্জা লড়ার আনন্দ বদলে গেল বিষাদে, কী ঘটল, দেখুন হাড়হিম করা ভিডিয়ো

The joy of the paw fight turned into sadness, what happened, watch the hilarious video

The Truth Of Bengal, Mou Basu :  পাঞ্জা লড়াই আমাদের দেশ শুধু নয়, বিদেশেও অন্যতম জনপ্রিয় খেল। মজার ছলেও আমরা অনেকে সময় বন্ধুদের সঙ্গে পাঞ্জা লড়ি। কিন্তু, সেই পাঞ্জা লড়াই করতে গিয়ে যে ভয়ানক কাণ্ড ঘটে যাবে তা কল্পনায় ছিল না। তেমনই একটি ঘটনা ঘটল সম্প্রতি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিয়ো-তে দেখা গিয়েছে সেই ঘটনা।

চলছিল খেলা। ২ প্রতিযোগীকে ঘিরে চরম উত্তেজনা চারিদিকে। সকলেই পছন্দের খেলোয়াড়দের চিয়ার আপ করছেন। এমনই সময় শুরু হয় পাঞ্জা লড়াই। যিনি হেরে যান তিনি মারাত্মক চোট পান। হঠাৎই দেখা যায়, তিনি তাঁর বাঁ হাত আর নড়াতে পারছেন না। পাঞ্জা লড়ার কারণে বাঁ হাতের হাড় ভেঙে গিয়েছে অথবা সরে গিয়েছে। যন্ত্রণায় কাতরাতে দেখা যায় ওই প্রতিযোগীকে। হতবাক হয়ে যান বিজয়ী খেলোয়াড় ও মঞ্চে উপস্থিত সকলেও। অবাক হয়ে যান দর্শকাসনে যারা বসেছিলেন তাঁরাও। তাঁদের অনেকেই এই পাঞ্জা লড়াইয়ের ভিডিয়ো করছিলেন। আচমকা এমন কাণ্ড ঘটে যাবে, তা কেউ কল্পনা করতে পারেননি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়ো-তে এমনই হাড়হিম করা দৃশ্য নজরে এসেছে। তবে কোনও অনুষ্ঠানে বা কোথাকার ভিডিয়ো তা জানা যায়নি। ভিডিয়ো দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের। ভয়ে হাড়হিম হয়ে যায় সবার। সোশ্যাল মাধ্যমে এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই কমেন্টস-এ ভরে যায়। জখম প্রতিযোগীর সুস্থতা কামনা করেন অনেকে। নেটিজেনদের আবার অনেকেই এমন খেলা থেকে বিরত থাকার কথা বলেন। অনেকে বলেন সাবধানতা অবলম্বন করে তবেই পাঞ্জা লড়াই করা উচিত।

Related Articles