
The Truth of Bengal: দ্য গ্রেটেস্ট শো অন আর্থ বা অলিম্পিক্স আর কয়েক মাস পরেই শুরু হবে। নানান রকম আয়োজন করছে উদ্যোক্তারা। এবারের অলিম্পিক্সের জন্য গেমস ভিলেজে হতে চলেছে একেবারে অন্য রকম । সাপোর্ট স্টাফ ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের থাকার এই ঘরে শীতাতপ নিয়ন্ত্রণের যন্ত্র বা এসি থাকছে না।সে জায়গায় ঘর গুলোকে বিশেষ ভাবে করা হবে ঠান্ডা। একধরনের কুলিং সিস্টেম’-এর ব্যবস্থা করেছেন আয়োজকেরা। তাদের তরফ থেকে এক ভিডিও সামনে আনা হয়েছে। সেখানে একজন সঞ্চালিকা কে দেখা যাচ্ছে , সেই সঞ্চালিকা বলছেন কীভাবে এই রুম গুলো কাজ করবে, ঠান্ডা হবে। সঙ্গে গেমস ভিলেজের ভিডিও রয়েছে । ঘর গুলোকে এমন ভাবে তৈরি করা হয়েছে সেখানে সূর্যের আলো ঢুকতে পারবে না।
ফলত ঘর গুলো ঠান্ডা থাকবে, ঘরের তাপমাত্রাও বৃদ্ধি পাবে না। সেই সঙ্গে,মাটির নীচ থেকে ঠান্ডা জল তোলা হবে। সেই জল ঘর ঠাণ্ডা করতে ব্যবহার করা হবে। একেবারে নতুন অভিজ্ঞতা হতে চলেছে ক্রীড়াবিদদের কাছে।এবারের অলিম্পিক্সে নতুন নতুন অভিজ্ঞতা হতে চলেছে প্রতিযোগিদের। যেমন কিছু দিন আগেই জানা গিয়েছিল, উদ্বোধনী অনুষ্ঠানেও থাকছে চমক। এমন উদ্বোধনী অনুষ্ঠান হতে চলেছে যা এর আগের ১২৪ বছরের আধুনিক অলিম্পিক্সেও কখনও হয়নি। এবার মহা সমারোহে হতে চলেছে এই উদ্বোধনী অনুষ্ঠান। যদিও তা আর কোনও স্টেডিয়ামে হবে না।
একেবারে নদীর উপরে হতে চলেছে। সেকারণে বেছে নেওয়া হয়েছে স্যেন নদীকে , ২০৬ দেশের প্রায় সাড়ে দশ হাজার প্রতিযোগিকে নদীর বুকে ঘোরানো হবে বলেই খবর। স্যেন নদীকে রোমান্টিক নদী হিসেবে ধরা হয়। নদীর পাড়ে দাঁড়িয়ে প্রেম নিবেদনের রীতি বহু আগে থেকে চলে আসছে , এই নদীর পাড়ে দাঁড়িয়ে বহু যুগল পথ চলার অঙ্গীকার বদ্ধ হয়েছে এবার সেই নদীকে বেছে নেওয়া যা অভাবনীয় বলে মনে করা হচ্ছে। এবারের অলিম্পিক্স ঘিরে আগ্রহ বাড়ছে দর্শকদের। অভিনব পদ্ধতিতেই হতে চলেছে এবারের অলিম্পিক্স। থাকছে নিত্য নতুন চমক। ২৬ জুলাই উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুভ সূচনা হতে চলেছে এই অলিম্পিকসের।