৭ মার্চ থেকে শুরু টেস্ট, ম্যাচে আসতে চলেছে একাধিক বদল
Test starts from March 7, there are going to be many changes in the match

The Truth Of Bengal: আর কটা দিন পর ধরমশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট খেলতে নামবে রোহিত ব্রিগেড। রাঁচি টেস্ট শেষ হওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের কাছে এটাই আলোচনার বিষয় হয়ে উঠেছে। সিরিজ পকেটে পুরলেও ভারতীয় দলের কোন কোন খেলোয়াড় থাকতে পারেন বিশেষত বিরাট কোহলি কি ফিরবেন? এই প্রশ্ন ছিল।
দ্বিতীয় প্রশ্ন জশপ্রীত বুমরার কি ফেরার সম্ভাবনা রয়েছে ? এবার এইসব প্রশ্নের উত্তর দিয়েছে বিসিসিআই । দল ঘোষণা করা হয়েছে বিসিসিআইয়ের তরফ থেকে। তাতে দেখা যাচ্ছে পঞ্চম টেস্টে ছিটকে গিয়েছেন লোকেশ রাহুল। যদিও বোর্ডের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। তার শারীরিক অবস্থা নিয়ে লন্ডনের বিশেষজ্ঞদের আলোচনা চলছে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে মাত্র একটি ম্যাচ খেলতে পেরেছেন কেএল রাহুল। প্রথম টেস্টে দুর্দান্ত ব্যাটিং করলেও চোটের কারণে বাকি টেস্ট গুলোতে মাঠের বাইরেই থাকতে হয়েছিল তাকে ।
এদিকে তবে তৃতীয় টেস্টের আগে জানা গিয়েছিল তিনি ফিরতে পারেন । আপডেট পাওয়া গিয়েছিল তাই চোটের । কিন্তু তা সত্ত্বেও তিনি ফিরে আসেননি। তবে চতুর্থ টেস্টে বিশ্রাম দেওয়া বুমরা ধরমশালায় ফিরতে চলেছে বলে জানিয়েছে বোর্ড বিরাট কোহলি কে আর পাওয়া যাবে না । এর পাশাপাশি বোর্ডের তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে ওয়াশিংটন সুন্দরকে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে ।কারণ তিনি রঞ্জি ট্রফির সেমিফাইনালে খেলবেন । আগামী ২ রা মার্চ সেই সেমি ফাইনাল শুরু হবে । তার পর তিনি জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন বলেই খবর । ওয়াশিংটন মুম্ব্ইয়ের হয়ে খেলবেন বিপক্ষে তামিলনাড়ু। এই দল ঘোষণার সঙ্গে সঙ্গে শামির বিষয়েও বলা হয়েছে । ২৬ তারিখ তার অস্ত্রোপচারের পর রিহ্যাব শুরু হবে তার বলেই বোর্ড জানিয়েছেন।
FREE ACCESS