খেলা

পুনে টেস্ট নিয়ে চিন্তিত নন টেন ডাসকাটে

Ten Daskatchewan not worried about Pune Test

Truth Of Bengal : ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ রয়েছে পুনেতে। দ্বিতীয় ম্যাচেও খেলবেন কেএল রাহুল। সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন সহকারী কোচ টেন ডাসকাটে। ডাসকাটে  জানিয়েছেন, কেএল রাহুলের ফর্ম নিয়ে চিন্তিত নন গৌতম গম্ভীর। কেএল রাহুলকে সঞ্জু স্যামসনের মতো দীর্ঘমেয়াদী সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন গৌতম গম্ভীর।

এর মাঝে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়  দীর্ঘদিন মাঠের বাইরে থাকা ঋষভ পন্থের কী হবে তিনি কি খেলবেন ? এবিষয়ে  সহকারী কোচ ডাসকাটে জানিয়েছেন, টিম ইন্ডিয়ার প্রত্যেক খেলোয়াড় পুনে টেস্টের জন্য প্রস্তুত। ঋষভ পন্থও ভালো আছেন কিন্তু শেষ পর্যন্ত হাঁটু ভাঁজ করতে কিছুটা অসুবিধা হচ্ছে। ডাসকাটে জানান পন্থ  যদি না খেলেন, তাহলে কেএল রাহুলের উইকেটকিপিং করিয়ে টিম ইন্ডিয়া সরফরাজকে সুযোগ দিতে পারে। কিন্তু পুনের পিচের ধরণ দেখে মনে হচ্ছে সেখানে নিয়মিত উইকেটরক্ষককে খেলানো ভালো হবে।

দলে ধ্রুব জুরেলও আছেন যিনি এই কাজটি করতে পারেন। এসবের পরেই তিনি ওয়াশিংটন সুন্দরের বিষয়ে বলেন  ওয়াশিংটন সুন্দরকে কেন হঠাৎ করে দলে আনা হল । টিম ইন্ডিয়ার বিকল্পের প্রয়োজন ছিল। তাই রঞ্জি ট্রফিতে ভালো পারফর্ম করা খেলোয়াড়রা হিসেবে ওয়াশিংটন সুযোগ পেয়েছেন।

Related Articles