কলকাতাখেলা
Trending

শিক্ষার আঙিনা ছাড়িয়ে ফুটবলে টেকনো গ্রুপ, উপহার নয়া ফুটবল ক্লাবের

Techno India Group has launched the new United Kolkata Sports Club in the first division of the Kolkata League

The Truth Of Bengal : বাংলা মানে ফুটবল। বাঙালি মানে ফুটবল পাগল। ফুটবলের উন্মাদনায় সবার থেকে এগিয়ে এই রাজ্য। তাই ফুটবলের মক্কা বলা হয় শহর কলকাতাকে। সেই ফুটবলের মক্কায় আবার একটি নতুন ক্লাবের যাত্রা শুরু। কলকাতা লিগের প্রথম ডিভিশনে নতুন ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব চালু করল টেকনো ইন্ডিয়া গ্রুপ। শিক্ষাক্ষেত্রে টেকনো গ্রুপ এখন দেশের অগ্রগণ্য একটি নাম। সেই টেকনোর হাত ধরে শুরু হল নয়া ফুটবল ক্লাব। কর্পোরেট ধাঁচে চালু করা ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব আপাতত কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনে খেলবে।

নয়া এই ক্লাবের এই ক্লাবের প্রতিষ্ঠাতা এবং সচিব হয়েছেন দেবদূত রায়চৌধুরি। সভাপতি টেকনো ইন্ডিয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সত্যম রায়চৌধুরি। সহ সভাপতি মৌ রায়চৌধুরি। যুগ্মসচিব সোহিনী দেবনাথ। ক্লাবের সূচনা লগ্নে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার গৌতম সরকার, মনোরঞ্জন ভট্টাচার্য, ভাস্কর গঙ্গোপাধ্যায়, সমরেশ চৌধুরি, সুমিত মুখোপাধ্যায়ের মতো অতীত দিনের দিকপালরা। সোমবার ক্লাবের লোগো এবং জার্সির উন্মোচন করা হয়।

ক্লাবের প্রতিষ্ঠাতা এবং সচিব হয়েছেন দেবদূত রায়চৌধুরি। কেন এই ক্লাব চালু? এই প্রশ্নে তিনি বলেছেন, ‘শিক্ষার সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে যুক্ত ক্রীড়া। আমরা শিক্ষার সঙ্গে ক্রীড়াকে প্রাধান্য দিতে এই ক্লাব চালু করেছি। ক্লাবের প্রেসিডেন্ট তথা টেকনো ইন্ডিয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সত্যম রায়চৌধুরি আশা করছেন, আগামী ৫ বছরের মধ্যে তাঁর ক্লাব দেশের বৃহত্তর লিগে খেলতে পারবে। ক্লাবের প্রতিষ্ঠাতা দেবদূত রায়চৌধুরি তাঁর পুত্র। ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য টেকনো গ্রুপ সব সময় পাশে থাকবে বলে জানিয়েছেন সত্যম রায়চৌধুরি। টেকনো গ্রুপ নতুন স্পোর্টস ইউনিভার্সিটি চালু করতে চলেছে। তারই অঙ্গ হিসেবে এই ক্লাবের যাত্রা। তবে শুধু ফুটবল নয়, এই ক্লাব অন্য অনেক খেলায় নজর দেবে বলে জানিয়েছে ক্লাবের সহ সভাপতি মৌ রায়চৌধুরি। শহরে নতুন ক্লাব নিয়ে উচ্ছ্বসিত প্রাক্তন ফুটবলাররা। এই ক্লাবের হাত ধরে উঠে আসবে অনেক ভাল ফুটবলার, আশাবাদী গৌতম সরকারের মতো অতীত দিনের দিকপাল।

শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে টেকনো এই মুহূর্তে দেশের অন্যতম বড় একটি নাম। এখন আবার চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত হয়েছে এই প্রতিষ্ঠান। এবার ফুটবলের সঙ্গে যুক্ত হল টেকনো ইন্ডিয়া গ্রুপ। কর্পোরেট ধাঁচে চালু করা ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব আপাতত কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনে খেলবে। আগামীদিনে একটি উচ্চমানের অ্যাকাডেমি করার স্বপ্ন আছে টেকনোর। সেখানে অত্যাধুনিক ট্রেনিংয়ের ব্যবস্থা থাকবে। বাংলার ফুটবলে নতুন জোয়ার আনতে চায় টেকনো ইন্ডিয়া গ্রুপ। ফুটবলের মক্কা থেকে সেই যাত্রা শুরু। ফুটবলের প্রসারের পাশাপাশি আরও অনেক কৃতী ফুটবলার উপহার দিতে চায় টেকনো গ্রুপ। সেই লক্ষ্যে এগিয়ে চলেছে এই বিখ্যাত বাঙালি প্রতিষ্ঠান।

Related Articles