খেলা

লখনউয়ে পৌঁছলো টিম ইন্ডিয়া! লক্ষ এবার ইংল্যান্ড বধ

Team India

The Truth of Bengal: নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে ভারত। আগামী ২৯ অক্টোবর ভারতের পরের ম্যাচ রয়েছে। প্রতিপক্ষ ইংল্যান্ড। এই ম্যাচের মাঝে কয়েকটা দিন ‌ছিল , যা  বিশ্রামে কাটিয়েছে টিম ইন্ডিয়া।  মাঝের কয়েকটা দিন ছুটির মেজাজে টিম ইন্ডিয়ার সদস্যরা। তবে কেউই বাড়ি ফিরে যাননি। ধরমশালাতেই ছুটি উপভোগ করছে‌ন কোহ‌লি-রোহিতরা। ফুরফুরে মেজাজে ভারতীয় দলের ক্রিকেটাররা ঘুরে ফিরে সময় কাটিয়ে এবার গেল লখন্উয়ে । কারণ তাদের পরবর্তী যুদ্ধ লখন্উয়এ ।

সাধারণত ম্যাচ শেষ হলেই পরের ভেন্যুতে চলে যায় দলগু‌লি।  মাঝে কিছুটা সময় হাতে ছিল , এই সময়ের দুই দিন বিশ্রামেই কাটানোর সিদ্ধান্ত ও নিয়েছিল  ভারতীয় দল। তবে ক্রিকেটাররা বাড়ি ফিরছেন না, বিরাট-রোহিতরা রয়েছে‌ন ধরমশালাতেই। পাহাড়ী এই শহরে থেকেই ছুটি উপভোগ করতে দেখা গিয়েছে তাদেরকে ।মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় আরও একটি ছবিতে দেখা গেল কোহলিকে। ধরমশা‌লার একটি আশ্রমে গিয়েছেন বিরাট। চিন্ময় তপবন আশ্রমে পরিদর্শনে যান কোহ‌লি। এরআগে হিমাচলের পাহাড়ী শহরের ভক্তদের সঙ্গেও দেখা য়ায় কোহলিকে।

বিশ্বকাপে যে দলই এই মাঠে খেলতে আসছে তারাই ধরমশালার প্রাকৃতিক সুন্দর্যে মোহিত হয়ে যাচ্ছে। বিদেশি দলের একাধিক ক্রিকেটার হিমাচলপ্রদেশের এই শহরের প্রাকৃতিক সুন্দর্যের ভূয়সী প্রশংসা করেছেন। ব্যতিক্রম নয় নিউজিল্যান্ড দলও।আগামী ২৮ অক্টোবর ধরমশালার এই মাঠেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলবে নিউজিল্যান্ড দল। তার আগে সুন্দর এই পাহাড়ী শহরে ঘুরতে বেরিয়ে পড়ল কিউয়ি ব্রিগেডের সদস্যরা। তবে এবার টিম ইন্ডিয়া ফ্রেশ মুডে গেলেন লখন্উয়ে।

Free Access

Related Articles