খেলা

টিম ইন্ডিয়ার জার্সিতে এল বড়সড় পরিবর্তন

Team India got a big change in its jersey

The Truth of Bengal: ভারত ও শ্রীলঙ্কার মধ্যে টি-টোয়েন্টি সিরিজ শুরু হতে চলেছে আগামী ২৭ জুলাই থেকে। এই সিরিজ‌ নতুন কোচ গৌতম গম্ভীরের কাছে প্রথম অ্যাসাইন্মেন্ট হতে চলেছে । নতুন প্রধান কোচ কী কৌশল নিয়ে মাঠে নামেন সেদিকেই সবার চোখ। তবে শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ার জার্সিতে আস্তে চলেছে বদল । বলা ভাল নতুনত্ব। বিশেষ জার্সি পরে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে নামবে টিম ইন্ডিয়া।

আসলে, এই জার্সিটিতে দুই তারা থাকবে যা শুধুমাত্র টিম ইন্ডিয়ার জন্যই নয়, তার ভক্তদের জন্যও বিশেষ। রোহিত শর্মার অবসরের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে টিম ইন্ডিয়ার টি টোয়েন্টি অধিনায়কও। এখন টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব ।সহ-অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে। দুর্বল ফিটনেসের কারণে অধিনায়ক হতে পারেননি হার্দিক পান্ডিয়া।

অথচ যে নতুন জার্সি পরতে চলেছে টিম ইন্ডিয়া সেখানে দুটো তারা থাকলেও বিরাট রোহিত পরতে পারবে না । যেহেতু তারা অবসর নিয়েছেন। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হবে ২৭ জুলাই। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ 28 জুলাই এবং তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ 29 জুলাই অনুষ্ঠিত হবে। তিনটি ম্যাচই হবে পাল্লেকেলেতে। এর পর কলম্বোতে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজ।

Related Articles