খেলা

শনিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবে টিম বেঙ্গল টাইগার্স, ট্রফি জিতে উৎসবের মুডে টলিউড অভিনেতারা 

Team Bengal Tigers will meet the Chief Minister on Saturday

The Truth Of Bengal : রবিবার তিরুবনন্তপুরমের মাঠে ইতিহাস লিখল বাংলার নায়করা। দীর্ঘ ১০ বছর প্রতীক্ষার পর প্রথমবার সেলিব্রিটি ক্রিকেট লিগ চ্যাম্পিয়ন হল বেঙ্গল টাইগার্স । আর তিরুবন্তপুরমে ফাইনাল ম্যাচে কর্নাটক বুলডোজারকে ১২ রানে পরাজিত করে ট্রফি জেতে যিশুর বাংলার বাঘেরা। বাংলার অভিনেতাদের এই সাফল্য দেখে টুইটারের শুভেচ্ছা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে টলিউডের বহু অভিনেতা-অভিনেত্রীরা।

কয়েকদিন আগে ট্রফি নিয়ে কলকাতায় ফিরেছেন টিম বেঙ্গল টাইগার্স। বিমানবন্দরে তাঁদের স্বাগত জানানোর পাশিপাশি বরণ করে নেয় টলিউড। এবার বাংলার বাঘেদের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেল ৫টায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আমন্ত্রণ রক্ষা করতে হাজির হবেন বেঙ্গল টাইগার্সের তারকারা। সাফল্য, আনন্দ ও মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ বার্তায় এই মুহূর্তে যে উত্তেজনায় ফুটছে বাংলার ১১ জন টাইগাররা তা আর বলার অপেক্ষা রাখে না ।

প্রসঙ্গত এবারের সিসিএল-এ প্রথম ম্যাচ থেকেই মাঠে দাপট দেখায় বেঙ্গল টাইগার্সরা। একের পর এক ম্যাচ জিতে প্রথমবার প্লে-অফে উঠে এককথায় রিতেশ দেশমুখের বলিউড স্টারদের দর্প চূর্ণ করে জ্যামি,রাহুলরা। এরপর রবিবার ফাইনালে ব্যাটে বলে দাপট দেখিয়ে ট্রফি জিতে নেয় বাংলার অভিনেতারা। ফাইনাল জেতার পর ট্রফি নিয়ে মাঠেই উৎসব শুরু করে দেয় যিশু,জ্যামি,সৌরভরা।

 

Related Articles