Syed Mushtaq Ali Trophy: অভিষেকের দুরন্ত হাফ সেঞ্চুরিতে জয় বাংলার
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ।
Truth of Bengal: বুধবার চলতি বছরের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে প্রথম ম্যাচে মাঠে নেমেছিল বাংলা। প্রতিপক্ষ ছিল বরোদা। সেই ম্যাচে বাংলার হয়ে দুরন্ত হাফ সেঞ্চুরি করে দলকে ছয় উইকেটে জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন অভিষেক। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ।
ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে বরোদার সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ১৮১ রান। বরোদার হয়ে হাফ সেঞ্চুরি করে অপরাজিত থাকেন ভানু পানিয়া। অধিনায়ক ক্রুণাল পাণ্ডিয়া করেন ৩০ বলে ৩৯ রান। এবং ১৩ বলে ৩২ রান করেন শাশ্বত রাওয়াত। বাংলার হয়ে বল হাতে ঋত্বিক ও সক্ষম দুটি করে উইকেট পেলেও, মহম্মদ শামি একটির বেশি উইকেট পাননি।
জবাবে ব্যাট করতে নেমে ১৭.১ ওভারে চার উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় লক্ষ্মীরতনের দল। অভিষেক তাঁর অর্ধ্বশতরান পূর্ণ করেন মাত্র ২৪ বল খেলে। অভিষেক ছাড়াও ২১ বলে ৪২ রানের ইনিংস খেলেন আর এক ওপেনার করণলাল। ম্যাচের সেরা নির্বাচিত হন অভিষেক।






