১৬র স্পর্ধায় বিস্মিত বিশ্ব, ইউরোর ফাইনালে ‘স্প্যানিশ মেসি’ ইয়ামালের ঝড়
Surprise young Yamal, 'Spanish Messi' stormed France, Spain in the final

The Truth Of Bengal : আঠেরো বছর বয়সের বন্দনা করেছেন কবি সুকান্ত ভট্টাচার্য তাঁর কবিতায়। তবে এক্ষেত্রে ১৮ নয় ১৬ র স্পর্ধা দেখল ফুটবল বিশ্ব। স্পেনের বিস্ময় তরুণ ইয়ামাল এমবাপেদের শক্ত প্রাচীরে ধাক্কা দিল অনায়াসে। এদিন ইউরো কাপে শক্তিশালী ফ্রান্সকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে স্পেন। স্পেনের হয়ে সেরা পারফর্ম করছেন দলের ‘বিস্ময় তরুণ’ উইঙ্গার লামিনে ইয়ামাল। তার পা থেকেই আসে প্রথম গোল। সেই গোলে এগিয়ে থাকে স্পেন। ইতিহাস গড়েছেন তিনি। সবচেয়ে কম বয়সী এই তরুণ চোখ ধাঁধানো গোল করে বুঝিয়ে দিলেন আগামীতে ইউরোপ শাসন করবেন তিনি । তার ওই গোলে যেন হাঁফ ছেড়ে বাঁচল দল। তার আট মিনিটে করা গোল ফ্রান্সকে শোধ করতে সময় লাগে ২১ মিনিট। এই ১৬ বছর বয়সেই তাকে ‘স্প্যানিস মেসি ‘ তকমা দেওয়া হয়েছে।
এদিন টানটান উত্তেজনা ভরপুর ম্যাচে জয় কার হবে, বলা প্রথমেই খুব চাপের ছিল ফুটবলপ্রেমীদের কাছে। কারণ, একদিকে অপ্রতিরোধ্য ফ্রান্স, অপরদিকে স্পেনের মতোন হেভিওয়েট টিম। তবে, শেষ হাসি হাসল স্পেনই, নেপথ্য তরুণ তুর্কি লেমিন ইয়ামাল। পাশাপাশি, ইউরোর ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবেও নিজের নাম নথিভুক্ত করলেন তিনি। এখন দেখার ফাইনালে এই তরুণ কতটা বিদ্ধংসী হয়ে নামেন। বিপক্ষকে চাপে রাখতে কোন কৌশল প্রয়োগ করেন ।
অপরদিকে, দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আশার আলো দেখেছিলেন ফ্রান্সের প্লেয়াররা। একাধিকবার কর্নার থেকে শুরু করে ফ্রি-কিকের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি তারা। যদিও, ৯০ মিনিট শেষে খেলা এগোয় আরও পাঁচ মিনিট। এক্সট্রা টাইমেও গোল করার একের পর এক সুযোগ হাতছাড়া করে এমবাপের দল। ফলে, শেষ পর্যন্ত ফ্রান্সকে ধরাশায়ী করে ফাইনালে নিজেদের জায়গা সুনিশ্চিত করে স্পেন।