পেত্রাতোসের পারফরম্য়ান্স নিয়ে আশাহত সমর্থকরা? কি বলছেন মলিনা
Supporters disappointed with Petratos performance, what Molina says

Truth Of Bengal: এবারের আইএসএল মরশুমের শুরুতে মোহনবাগান সুপার জায়ান্ট একেবারে টলমল পারফরম্য়ান্স করছিল। এমনকী, বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে তারা ৩-০ ব্যবধানে উড়ে যায়। এমন পারফরম্য়ান্সের পর অনেকেই মলিনার স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন। অনেকে আবার পেত্রাতোসের নিষ্প্রভ পারফরম্য়ান্সের কারণেই বাগানের এই দুর্দশা বলে মনে করছিলেন।
২০২৪-২৫ আইএসএল মরশুমে দিমিত্রিয়স পেত্রাতোস একেবারে নজরকাড়া পারফরম্য়ান্স করতে পারেননি। এখনও পর্যন্ত তিনি সবুজ-মেরুন জার্সিতে একটাই মাত্র গোল করতে পেরেছেন। তাও সেটা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। পেনাল্টিতে। এই পরিস্থিতিতে বাগান সমর্থকদের একাংশ মনে করছেন, আগামী মরশুমে পেত্রাতোসের হাত হয়ত ছাড়তেও পারে মোহনবাগান।
তবে পেত্রাতোসের এই পারফরম্য়ান্স নিয়ে এখনই আশাহত হচ্ছেন না মোহনবাগান সুপার জায়ান্ট দলের কোচ হোসে মলিনা। তিনি বললেন, ‘গত ম্যাচের পর এই ম্যাচেও সেই সময় দলের ডিফেন্সে দুর্দান্ত পারফরম্য়ান্স করলেন। আক্রমণভাগে দিমি কতটা ভাল পারফরম্য়ান্স করতে পারে, সেকথা আমরা সকলেই জানি। এমনকী, জেসন কামিংসকেও আমরা এই একই অবতারে দেখতে পাই।’
তিনি আরো বলেন, ‘এমন পারফরম্য়ান্সের কারণেই দলের ডিফেন্ডার এবং মিডফিল্ডারদের কাজটা আরও সহজ হয়ে যায়। যদি আমরা সম্মিলিতভাবে আক্রমণের রাস্তায় হাঁটি, তাহলে সেন্টার ব্যাককে যথাযোগ্য দায়িত্ব পালন করতে হবে। ওর কাজ হবে মিড ফিল্ডারদের সঙ্গে সম্পর্ক স্থাপন করা।তাহলেই মাঝমাঠ থেকে ভাল বল ফরোয়ার্ডের পায়ে আসতে পারে। সেক্ষেত্রে আক্রমণভাগের কাজটাও অনেকটা সহজ হয়ে যাবে।’ তবে আগামী দিনে পরিস্থিতি কি হয় সেই তাকিয়ে বাগান সমর্থকরা।