এশিয়ানকাপ অভিযানের আগে সন্তোষজয়ী বাংলার বিরুদ্ধে প্রস্ততি ম্যাচ সুনীল-মহেশদের
Sunil-Mahesh to play warm-up match against Santoshjayi Bengal ahead of Asian Cup campaign

Truth Of Bengal: জাতীয় দলের প্রধান কোচ মানালো মার্কওয়েজ এখন পাখির চোখ করেছেন এশিয়ানকাপ কোয়ালিফায়ারকে। সেই টুর্নামেন্টের আগে জাতীয় দলের প্রস্তুতি শিবির চলছে শহর কলকাতা লাগোয়া রাজারহাট-নিউটাউনে। টুর্নামেন্টের আগে নিজের দলকে ভালমত দেখে নেওয়ার লক্ষ্যেই সন্তোষজয়ী বাংলা দলের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মেন-ইন-ব্লুজরা।
সূত্র মারফত জানা গিয়েছে, সুনীলদের বিপক্ষে মাঠে নামার আগে বৃহস্পতিবার থেকে কোচ সঞ্জয় সেনের প্রশিক্ষণে অনুশীলন শুরু করবেন রবি হাঁসদা, নরহরি শ্রেষ্ঠারা। খুব সম্ভবত ২৬ মে এই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা।
ভারত এশিয়ানকাপ কোয়ালিফায়ারে তাদের অভিযান শুরু করবে ১০ জুন। সেই ম্যাচে মানালোর দলের প্রতিপক্ষ হল হংকং। অবশ্য তার আগে ৪ জুন থাইল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে। হংকং ম্যাচ যদি ভারত জিততে না পারে তাহলে ভারতের ক্ষেত্রে পরবর্তী রাউন্ডে যেতে গেলে খুব চাপ হয়ে যাবে। তাই জাতীয় দলের স্প্যানিশ কোচ চাইছেন নিজের সেরাটা দিয়ে তাঁর দল ওই ম্যাচ থেকে জয় তুলে নিক।
সূত্রের খবর, মানালো নাকি হংকং ম্যাচের পরই জাতীয় দলের কোচ হিসাবে পদত্যাগ করে ফিরে যাবেন তাঁর ক্লাব এফসি গোয়ায়। কাজেই যদি সেটাই হয়ে থাকে, তাহলে ভারতীয় দলের কোচ হিসাবে এটাই মানালোর কাছে শেষ ম্যাচ।