Sunil Chhetri: ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট সুনীল ছেত্রীর
Sunil Chhetri sharing emotional post on Instagram

The Truth Of Bengal: কুয়েতের বিরুদ্ধে ভারতের ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের পর ৬ জুন অবসর নিতে চলেছেন সুনীল ছেত্রী। খেলার সুনীল ছেত্রী ইনস্টাগ্রামে একটি আবেগপূর্ণ বার্তা পোস্ট করেছেন, জাতীয় দলের সাথে তার সীমিত দিনগুলি গণনা করেছেন। আর দিন কয়েক , তারপরেই অবসর নেবেন সুনীল ছেত্রী । আগামী ৬ জুন কুয়েতের বিরুদ্ধে ভারতের ফিফা বিশ্বকাপ যোগ্যতার ম্যাচটি হবে সুনীলের শেষ ম্যাচ ।
ভারতীয় দলের জার্সি পরে যিনি একের পর এক গোল করেছেন, সমর্থকদের জন্য খেলে চলেছেন তিনি এবার এক আবেগঘন পোষ্ট করেছেন ইন্সটাতে। ৬ তারিখ আসার আগের এই সময় কীভাবে গুনবেন তিনি ! জানেননা না । দিন নাকি প্রতিটি ক্ষণ হিসেবে ? দীর্ঘ পোষ্টে তিনি লিখেছেন, যদি তিনি পারতেন এই অনুভূতিটি একটি ধরে রাখার চেষ্টা করতেন । কিন্তু পারছেন না। আবেগঘন এই পোষ্টে মন খারাপ সকলের।
View this post on Instagram
সুনীল ছেত্রী গত ১৬ তারিখ সকাল সকাল কাঁদিয়েছেন দেশবাসীকে । যে শহর থেকে শুরু হয়েছিল ফুটবলের জগতে কিংবদন্তি হ্ওয়ার জন্য । সেই শহের থেকেই এবার শেষ করতে চলেছে তার ফুটবলের জগতে জাতীয় দলের জার্সি পরে পথ চলা । কলকাতায় কেরিয়ারের শেষ ম্যাচ খেলবেন সুনীল । কলকাতা থেকেই বিদায় জানাবেন আন্তর্জাতিক ফুটবলকে । ৬ জুন যুবভারতীতে শেষ ম্যাচ খেলবেন সুনীল ছেত্রী। কুয়েতের বিরুদ্ধে ম্যাচ খেলেই শেষ করবেন তার কেরিয়ার। সেদিন সকাল সকাল এই খবরে চোখে জল এসেছিল গোটা দেশের ফুটবল প্রেমীদের । ২২ বছরের কেরিয়ার ইতি টানছেন। সেই সুনীল এবার ফের আবেগঘন পোষ্ট করলেন । সুনীল ভারতের হয়ে ১৫০ টি ম্যাচ খেলেছেন, করেছেন ৯৪ টি গোল । তিনি এবার মানছেন এ সময় যে বড্ড কঠিন ।