খেলা

চোখের জলে অবসর সুয়ারেজের

Suarez retires in tears

Truth of Bengal: গত সোমবার আন্তর্জাতিক ফুটবল থেকে নিজের অবসরের কথা আগেই জানিয়েছিলেন। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়েই যে আন্তর্জাতিক কেরিয়ার শেষ করবেন সে কথাও জানিয়েছিলেন উরুগুয়ের এই কিংবদন্তি ফুটবলার। সেই ঘোষণা অনুযায়ী, উরুগুয়ের জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলে ফেললেন সুয়ারেজ। জাতীয় দলের হয়ে এই স্ট্রাইকার শেষ ম্যাচটি স্মরনীয় করতে পারেননি।

প্যারাগুয়ের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে জিততে পারেনি উরুগুয়ে। তবে গোলশূন্য ড্রয়ে শেষ হয় খেলাটি। উরুগুয়ে ঘরের মাঠ মন্তেভিদিওর সেন্তেনারিও স্টেডিয়ামে জয় না পেলেও বেশ দাপটের সঙ্গেই খেলেছে। উরুগুয়ে ৬৫ শতাংশ বলের দখল রেখে প্রতিপক্ষকে বেশ চাপে রেখেছিল। তবে গোলের সুযোগ তৈরি করতে পারেনি তাঁরা। ১১ টি শট নিলেও মাত্র একটি শটই গোলে রাখতে পারে।

অন্যদিকে প্যারাগুয়েও নিজের খেলায় সেভাবে দাপট দেখাতে পারেনি। ফলে দুই দলকেই ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। এদিন সবার নজর ছিল সুয়ারেজের ওপর। ম্যাচের শুরু থেকেই খেলেন তিনি। বিখ্যাত সেন্তেনারিওর গ্যালারি যেন সুয়ারেজময়। উরুগুয়ের এই স্ট্রাইকারকে উদ্দেশ্য করে বড় বড় ব্যানার ও টিফো নামায় সমর্থকেরা। সুয়ারেজের নাম ধরে স্লোগান দিতে থাকে দর্শকেরা।

মাঠে উপস্থিত ছিলেন সুয়ারেজের পরিবারের সদস্যরাও। উরুগুয়ের কিংবদন্তি কোচ অস্কার তাবারেজও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিল। প্রাক্তন কোচ সুয়ারেজকে জড়িয়ে ধরেন। সেই মুহূর্তে উপস্থিত অনেকেই আবেগতাড়িত হয়ে পড়েন। রীতিমত সুয়ারেজের পরিবারের সদস্যদের কাঁদতে দেখা যায়। সুয়ারেজের এই বিদায়ী উপলক্ষে আবেগপ্রবণ বার্তা দেন লিওনেল মেসি।

Related Articles