খেলা

শুধু মেসি নয়! পিএসজি ছাড়লেন রামোস, জৌলুস কমল প্যারিসের এই ক্লাবের

Sergio Ramos Leaves PSG

The Truth of Bengal: মরশুম শেষে পিএসজি ছেড়ে বেরিয়ে যাচ্ছেন লিও মেসি। সেই খবর আগেই সামনে এসেছে। আর এবার সের্জিও রামোসের পিএসজি ছেড়ে বেরিয়ে যাওয়ার খবর সামনে এসেছে। নতুন মরশুমে যে নতুন ভাবে দল গঠন করবে পিএসজি তার সহজেই অনুমেয়। ২০২১ সালে  রিয়াল মাদ্রিদ ছেড়ে পিএসজি তে এসেছিলেন রামোস। ঘটা করে মেসি ও রামোস কে ক্লাবের চুক্তি পত্রের দেওয়া হয়েছিল। একটাই কারণ, চ্যাম্পিয়ন লিগ জয়। যদিও সেই ইচ্ছা পূরণ হয়নি।

তবে রামোস পুরো মরশুমে ১০০% দিয়েই চেষ্টা করেছেন। ট্রফি জয় ও করেছেন। রামোস ও মেসির বেরিয়ে যাওয়ার খবরে সহজেই বোঝা যাচ্ছে, বড়সড় পরিবর্তন হতে চলেছে পিএসজিতে। PSG-র প্রেসিডেন্ট নাসির আল খিলাফি যেন বিদায় ঘোষণা করলেন।

তিনি জানিয়েছেন, সার্জিও রামোসকে ধন্যবাদ জানাতে চাই। ২ বছর আমাদের সঙ্গে কাটিয়েছেন। সার্জিও নেতৃত্বদানের ক্ষমতা, দলের স্পিরিট এবং পেশাদারিত্ব সবকিছু উচ্চমানের। এটাই আপনাকে একজন ফুটবলে কিংবদন্তী করে তুলেছে। ওকে প্যারিসে খেলাতে পারানো গর্বের। ক্লাবের সবাই ওর সেরাটা দেখেছে।’ রামোস ৫৭টা ম্যাচ খেলেছেন সঙ্গে দুটো লিগ ওয়ান জিতেছেন। ৩৭ এর রামোস এবার কোন ক্লাবে যাবেন তা এখনো তিনি জানাননি।

Related Articles