খেলা

অনুর্ধ্ব-১৯ মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেতাব জয় ভারতের

South Africa bundled out for 82 against India

Truth Of Bengal: পুরুষদের মতো এবার অনুর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি খেতাবও জয় করল ভারত। রবিবার কুয়ালালামপুরে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ভারত ৯ উইকেটে পরাজিত করল দক্ষিণ আফ্রিকাকে। এ যেন গত বছরের সিনিয়র দলের টি-টোয়েন্টি ফাইনাল ম্যাচের প্রতিচ্ছ্ববিই ফের ভেসে উঠল কুয়ালালামপুরের ২২ গজে।

এবারের এই বিশ্বকাপে ভারত দূরন্ত ছন্দে ছিল। প্রতিটি ম্যাচে জয় ছিনিয়ে নিয়েই ফাইনাল পৌঁছয় মেন-ইন-ব্লুজ প্রমীলা বাহিনী। রবিবার ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা। কিন্তু তাদের শুরুটা একেবারেই ভাল হয়নি। ওপেনার সিমোনেকে শূন্য রানে সাজঘরে ফেরত পাঠিয়ে দক্ষিণ আফ্রিকা শিবিরে প্রথম আঘাতটি হানেন ভারতীয় বোলার পারুনিকা সোসিয়াদ। এরপর মাত্র ২০ রানের মধ্যেই একে একে সাজঘরে ফিরলেন দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডারের চার ব্যাটার। ফলে বিপদের মুখে পড়েন প্রোটিয়ারা।

এই অবস্থায় দলকে বিপদের মুখ থেকে উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকেন মাইকে ভ্যান। তবে তিনিও বেশিক্ষণ স্থায়ী হতে পারলেন ২২ গজে। মাত্র ২৩ রান করেই তাঁকে ফিরতে হল সাজঘরে। গঙ্গোদি তৃষার বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরেন দক্ষিণ আফ্রিকার ফাইনালের সর্বোচ্চ রান সংগ্রহকারী। মাইকের পর দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হলেন ওপেনার জেমিনা বোথা। ১৪ বল খেলে তাঁর সংগ্রহ মাত্র ১৬ রান। এরপর ফে-র ১৫ রান ছাড়া আর কোনও দক্ষিণ আফ্রিকার ব্যাটারই ভারতীয় দলের বোলারদের সামনে মাথা তুলে দাঁড়াতে পারলেন না। কিন্তু স্কোরবোর্ডে ১০০ রানের গণ্ডি দক্ষিণ আফ্রিকা পার করতে পারবে না এটা হয়তো অনেকেই কল্পনা করতে পারেননি। অথচ বাস্তবে হল ঠিক সেটাই। নির্ধারিত ২০ ওভারে দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয় মাত্র ৮২ রানে।  মেন-ইন-ব্লুজদের হয়ে সর্বাধিক তিনটি উইকেট দখল করেন গাঙ্গোদি তৃষা। এছাড়া দুটি করে উইকেট নেন পারুনিকা, আয়ুশি এবং বৈষ্ণবী।

দক্ষিণ আফ্রিকাকে এত অল্পরানে বেঁধে রেখে ভারতের জয় যে শুধু সময়ের অপেক্ষাই ছিল সেটা বলাই বাহুল্য। এবং তার প্রমাণও রাখলেন ভারতীয় ব্যাটাররা। মাত্র এক উইকেট হারিয়েই ১১.২ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। টিম ইন্ডিয়ার হয়ে সর্বাধিক ৪৪ রান করে অপরাজিত থাকেন ব্যাটার গঙ্গাদি তৃষা। এবং ২৬ রানে অপরাজিত থাকেন সানিকা চাকলে।

প্রসঙ্গত, এর আগে ২০২৩ সালে ভারত অনুর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি খেতাব জয়ের স্বাদ পেয়েছিল। সেবার দলের অধিনায়ক ছিলেন বাংলার ক্রিকেটার রিচা ঘোষ।

Related Articles