
The Truth of Bengal: বিশ্বকাপ জ্বরে কাবু গোটা দেশ । তবে সমর্থকদের মধ্যে এখন একটাই চাহিদা সেমিফাইনালে হোক ভারত পাক ম্যাচ । আর তাই যদি হয় তাহলে তো কথায় নেই । পাকিস্তানের সঙ্গে ম্যাচ হলে , গোটা দেশ সমস্বরে বলে ওঠে দুরমুশ করতেই হবে পাক শিবিরকে । আর এরই মাঝে সৌরভ গাঙ্গুলি যেন ভবিষ্যতবানী করলেন , বললেন , বিশ্বকাপ সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত পাকিস্তান ।প্রিন্স অব ক্যালকাটার একথা সত্যি হোক চান সমর্থকেরা । বিশ্বকাপের এই আবহেই মাইকেল ভন ও বড়ো সড়ো মন্তব্য করেছিলেন , বলেছিলেন , ইডেনের মাঠে ভারত-পাকিস্তান ম্যাচ হবে ; যা কিনা সেমিফাইনাল – এমন ভাবেই এক্সে পোষ্ট করেছেন ভন।
তবে এখনই পাকিস্তানকে নিয়ে কোনো ভবিষ্যদ্বাণী করতে নারাজ কিংবদন্তি পেসার শোয়েব আখতার। তার মতে, এই সম্ভাবনার চাপে পড়ে অতীতে অনেকবার খারাপ পারফর্ম করেছে দল। কলকাতায় মুখোমুখি হবে ভারত-পাকিস্তান, এমনটা আশা অনেকেরই। যদিও বাস্তবে এই ম্যাচ হওয়ার নেপথ্যে রয়েছে জটিল অঙ্ক। সম্ভাব্য অঙ্ক যাই হোক না কেন বিশ্বকাপে ভারত পাক হোক মুখোমুখি এমনটাই সকলে চান । প্রসঙ্গত, পাকিস্তানকে সেমিতে উঠতে গেলে নজর রাখতে হবে নিউজিল্যান্ড ম্যাচে। কারণ নিউজিল্যান্ডের নেটরানরেট বেশি।
কিউইরা যদি ১ রানে ম্যাচ জেতে পাকিস্তানকে জিততে হবে ১৩১ রানে। লড়াই এখন শুধু চতুর্থ জায়গা নিয়ে। একটি জায়গা নিয়ে লড়াইয়ে রয়েছে তিন দল। নিউজিল্যান্ড, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চতুর্থ দল হিসেবে কারা যাবে সেমিফাইনালে তা নিয়েই এখন জোর জল্পনা। চতুর্থ স্থানে শেষ করার সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে নিউজিল্যান্ড ও পাকিস্তানের। ১১ নভেম্বর নিউজিল্যান্ড তাদের শেষ ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। অপরদিকে, ১১ নভেম্বর পাকিস্তানের শেষ ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে। ভারত পাকিস্তানের এই ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছে আপামর দেশবাসী ।
Free Access