টেস্টে ভারতের আরও ভাল ফলের জন্য রোহিতকে পরামর্শ সৌরভের
Sourav advises Rohit for better Test results for India

Truth Of Bengal: সীমিত ওভারের ক্রিকেটে ভারত দুরন্ত ছন্দে থাকলেও লাল বলের ক্রিকেটে সেই ছন্দ দেখা যাচ্ছে না টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের মধ্যে। বারবার একের পর এক টেস্ট সিরিজে ধরাশায়ী হতে হয়েছে ভারতকে। এমনকি পাঁচ টেস্টের বর্ডার-গাভাসকর ট্রফিতেও লজ্জাজনক হারের মুখে পড়ে ভারত। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসরেও নিজেদের খেলার যোগ্যতা হারায় রোহিত ব্রিগেড। এবার সেই নিয়ে নিজের মতামত ব্যক্ত করলেন প্রাক্তন জাতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
এই প্রসঙ্গে সাংবাদিকদের সৌরভ জানান, ‘টেস্টে ভারতের এইরকম হতাশাজনক পারফরম্যান্স দেখে আমি সত্যিই খুব অবাক হয়েছি। এবং দলকে এই বিপদের হাত থেকে টেনে তোলার দায়িত্ব নিতে হবে অধিনায়ক রোহিত শর্মাকে। এটা মাথায় রাখতে হবে, রোহিত সাদা বলের ক্রিকেটে দলকে একটা আলাদা উচ্চতায় নিয়ে গেছেন। এই বিষয়টা নিয়ে কেউ কেউ অবাক হলে আমি অন্তত একেবারেই অবাক হইনি।
বর্তমানে আমার জানা নেই যে, রোহিত টেস্ট ক্রিকেটে খেলা এখনও চালিয়ে যাবে কি না, যদি চালিয়ে যায় এবং আমার কথা শুনতে চায়, তাহলে আমি রোহিতকে বলছি, লাল বলের ক্রিকেটে ভারতের এই খারাপ পরিস্থিতি বদল করার দায়িত্ব অবশ্যই নিতে হবে রোহিতকে।’
এই প্রসঙ্গে উদাহরণ দিয়ে মহারাজ বলেন, ‘সামনেই আমাদের ইংল্যান্ড সিরিজ আছে। এবং সেই সফরে গিয়েই ভারতকে ভাল খেলার উপায় খুঁজতে হবে। কেননা টিম-ইন্ডিয়ার খেলোয়াড়দের এটা মাথায় রাখতে হবে জস বাটলার, জো রুটদের বিপক্ষে সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু রোহিত দলের অধিনায়ক তাই টেস্টে ওকেই এই খারাপ সময় থেকে দলকে উপায় খুঁজে আবার ভাল পারফরম্যান্স কিভাবে করা যায় তার উপায় বার করতে হবে।’
ভারত আগামী জুন মাসের ২০ তারিখ থেকে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে সিরিজ খেলবে। কেননা কেননা, আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন্স খেলার যোগ্যতা অর্জন করাই ভারতের একমাত্র লক্ষ্য। সুতরাং ইংল্যান্ড সিরিজে জয়লাভ করা ভারতের কাছে অত্যন্ত জরুরি।