খেলা

খরা কাটিয়ে সেঞ্চুরি শুভমনের

Shubman's century after the drought

The Truth of Bengal: রবিবাসরীয় দুপুর একবারে জমজমাট। সুপার-ডুপার সান্ডের ম্যাচের দিকে নজর ছিল প্রত্যেক ক্রিকেটপ্রেমির। বিশাখাপত্তনমের মাটিতে ভারতীয় ক্রিকেটের তরুণ তুর্কি শুভমন গিলের হাত ধরে উঠে এল কালজয়ী শতরান। ইংল্যান্ডের বিরুদ্ধে ময়দানে নেমে মাত্র ৬০ বলেই শতরান করে নজির গড়লেন তিনি। প্রায় ১ বছর পর শুভমন শতরান করায় খুশি ক্রিকেটপ্রেমিরাও।

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ১৩২ বলে শতরান পূর্ণ করেন শুভমন। এটি তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের দশম শতরান। ভাইজ্যাগে তিন অঙ্কের রানে পৌঁছনোর পথে শুভমনের ব্যাটে এসেছে ১১টি চার এবং ২টি ছয়। পঞ্জাবের ছেলে শুভমন গিল গত ১০টি টেস্ট ম্যাচে মাত্র ১টি সেঞ্চুরি করতে পেরেছিলেন। কেরিয়ারের ২২তম টেস্ট খেলতে নেমে শতরান করলেন শুভমন।

প্রসঙ্গত, গত বছরের ৯ মার্চ শেষবারের জন্য তার ব্যাট ধরে উঠে এসেছিল শতরান। এরপর খেলেছেন অনেক ম্যাচ তবে কাটাতে পারেননি রানের খরা। যদিও ৯ মার্চ আমেদাবাদের স্টেডিয়ামে এক অসামান্য ইনিংসও উপহার দিয়েছিলেন তিনি। তবে শেষ অবধি ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি কীভাবে লড়ে যান, এখন সেটাই দেখার।

Related Articles