খেলা

পাকিস্তান ম্যাচে অনিশ্চিত শুভমান গিল

Shubman Gill

The Truth of Bengal: চলতি বিশ্বকাপ ২০২৩  বেশ জমে উঠেছে। এখনো পর্যন্ত ২০২৩ বিশ্বকাপে মোট পাঁচটি ম্যাচ খেলা সম্পূর্ণ হয়েছে এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০২৩ বিশ্বকাপের প্রথম ম্যাচ জয়লাভ করলো টিম ইন্ডিয়া। বিশ্বকাপের আগে, ভারতীয় দল প্রথম ধাক্কা খেয়েছিল কারণ ডেঙ্গুর কারণে প্রথম ম্যাচে ছিটকে যান শুভমান গিল। নয়া ওপেনার পার্টনার নিয়ে ব্যাটিং করতে আসতে হয়েছিল রোহিত শর্মাকে। তুখোড় ফর্মে থাকা গিলকে প্রথম ম্যাচে মিস করেছে টিম ইন্ডিয়া। গত সোমবার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল শুভমন গিলকে।

মঙ্গলবার তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। যদিও এখনও অসুস্থ তিনি। সূত্রের খবর অনুযায়ী, গত মঙ্গলবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে শুভমনকে। বর্তমানে চেন্নাইয়ের হোটেলে রয়েছেন গিল, সেখানেই বোর্ডের চিকিৎসকেরা কাটাচ্ছেন সময়। তবে জানা গিয়েছে, প্লেটলেট কমে গিয়েছে গিলের, যে কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তরুণ গিলকে।  প্লেটলেটের সংখ্যা ১,০০,০০০’এর থেকেও কম থাকাটা একটা চিন্তার বিষয় এমনকি এই পরিস্থিতিতে গিলকে বিমানে না ওঠার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

যে কারণে আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে দেখা যাবে না গিলকে। ডেঙ্গি আক্রান্ত হওয়ার পর তিনি এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। যে কারণে গিলকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। প্রসঙ্গত, অস্ট্রেলিয়া ম্যাচের ২ দিন আগে ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন শুভমান গিল। পাকিস্তানের বিরুদ্ধে মেগা ম্যাচেও গিলকে পাওয়া যাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। ২০২৩ সালে গিল ২০ ম্যাচ খেলেছেন ও ৭২.৩৫ গড়ে ১২৩০ রান বানিয়েছেন ও ৫ টি শতরান বানিয়ে ফেলেছে এবছর। শুধু শতরান নয় দ্বিশতরান ও দেখা গিয়েছে গিলের ব্যাট থেকে।

Free Access

Related Articles