খেলা

ট্রেন যাত্রার অনুমতি মিলল না, ধরমশালা ফেরা নিয়ে সংশয়ে শ্রেয়স-অক্ষররা

Shreyas-Akshar are unsure about returning to Dharamsala after not getting permission to travel by train

Truth Of Bengal: ভারত-পাকিস্তানের মধ্যে সীমান্তগুলিতে উত্তেজনার পারদ যেহেতু বাড়ছে, সে কারণেই বৃহস্পতিবার বাতিল করা হয়েছিল ধরমশালায় অনুষ্ঠিত দিল্লি ক্যাপিটালস বনাম পঞ্জাব কিংসের ম্যাচ। গোটা এলাকা ব্ল্যাকআউটের জন্যই মাঝপথে ম্যাচ বন্ধ করা হয়েছে বলে জানিয়ে দেওয়া হয়।

পাশাপাশি ছিল ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টিও। কিন্তু তারপরই প্রশ্ন উঠতে শুরু করে তাহলে ধরমশালা থেকে শ্রেয়স-অক্ষররা ফিরবেন কি করে? কেননা ইতিমধ্যে দুই দেশের উত্তেজনার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে দেশের ২৮টি বিনামবন্দর। তাহলে উপায়!

প্রথমে ঠিক ছিল দুই দলের ক্রিকেটারদের পাঠানকোট নিয়ে আসা হবে। তারপর সেখান থেকে ট্রেনে করে তাঁদের নিয়ে আসা হবে রাজধানী নতুন দিল্লিতে। কিন্তু তাতে বাধ সেধেছেন রেল কর্তারা। সংবাদ সংস্থা সূত্রের খবর, নিরাপত্তার কারণে রেল কর্তৃপক্ষকে পাঠানকোট থেকে খেলোয়াড়দের নিয়ে আসার জন্য প্রয়োজনীয় অনুমতি দেওয়া হয়নি। সেক্ষেত্রে এখন ক্রিকেটারদের একমাত্র ভরসা বলতে সেই বাস।

প্রসঙ্গত, বৃহস্পতিবার আইপিএল-র ম্যাচে ধরমশালাতে পঞ্জাবের মুখোমুখি হয় দিল্লি। যেহেতু এখন ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, এমনকি পাকিস্তানের ড্রোন হামলার জেরে ভারতের উধমপুর, পাঠানকোট বিদ্যুত বিভ্রাট ঘটে, এবং যেহেতু ধর্মশালা এই দুটি এলাকার খুব কাছাকাছি, সেই কারণেই ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবারের ম্যাচ স্থগিত হওয়ার পর আইপিএল কমিটির চেয়ারম্যান অরুন ধুমল মাঠের মধ্যে উপস্থিত দর্শকদের মাঠ ছেড়ে নিরাপদ স্থানে ফিরে যাওয়ার অনুরোধ করেন। এবং এর পাশাপাশি নিরাপদে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় দুই দলের খেলোয়াড়দের সঙ্গে মাঠের দায়িত্বে থাকা কর্মীদেরও। তবে ম্যাচ বন্ধ হলেও বোর্ডের মাথাব্যথার কারণ হচ্ছে এখন কিভাবে ক্রিকেটারদের নিরাপদ স্থানে ফিরিয়ে আনা যায়। এখন দেখার শেষ পর্যন্ত বোর্ড কি সিদ্ধান্ত গ্রহণ করে তা সময়ই বলবে।

Related Articles