খেলা

হঠাৎ মত বদল, দলে ফিরছেন শোয়েব!

Shoaib is returning to the team

The Truth of Bengal: বাংলাদেশ প্রিমিয়ার লিগে তিনটি ম্যাচ খেলা শোয়েব ফের ফিরছেন বাংলাদেশে। হঠাৎ করেই খবর ছড়িয়েছে তিনি ফিরছেন। খেলবেন ম্যাচ। ফরচুন বরিশালের হয়েই পরবর্তী ম্যাচ খেলবেন তিনি। যেকটা ম্যাচ খেলেছে শোয়েব তার মাঝে বিপিএলে এখনও পর্যন্ত  ২৯ রান করেছেন। তার পরেই দুবাই ফিরে গিয়েছিলেন শোয়েব মালিক।

সেখান থেকে ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দিয়েছিলেন , তিনি আর বাংলাদেশে ফিরবেন না। এমরশুমে আর খেলবেননা বিপিএল। সব কিছু মেনে নিয়ে দল গুছিয়ে নেয় ফরচুন বরিশাল। আর এর মাঝেই সিদ্ধান্ত বদলেছেন পাকিস্তানের এই অলরাউন্ডার। আগামী ২ ফেব্রুয়ারি দলের সঙ্গে যোগ দেবেন শোয়েব মালিক এমনটাই জানা গেছে।শোয়েব যেহেতু প্রথমে বলেছিলেন তিনি আর ফিরবেননা, খেলবেননা তাই ফরচুন বরিশাল তার জায়গা পূরণ করে নিয়েছে।

তার পরিবর্ত হিসেবে জায়গা পেয়েছে , পাক ব্যাটার আহমেদ শেহজাদ। এর আগে দুটো ম্যাচে খেলেছেন শেহজাদ।তার মাঝেই ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন শোয়েব । সিলেটে দলের সঙ্গে যোগ দেবেন। ২ তারিখে যোগ দিলেও পরবর্তী ম্যাচ তিন তারিখে রয়েছে। ফলত এই ম্যাচে তাকে পাওয়া যাবে কিনা তা নিয়ে জল্পনা রয়েছে । আগামী ৩ ফেব্রুয়ারি বরিশাল ফরচুনের পরের ম্যাচ খুলনার বিরুদ্ধে। উল্লেখ্য এর মাঝে টানা তিন ম্যাচ হারের পর একটা জয় পেয়েছে জয় পেয়েছে বরিশাল।

Related Articles