
The Truth of Bengal: ভারতীয় দলের হয়ে ওডিআই ফরম্যাটে বিগত ১০ বছরে ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স করতে দেখা গিয়েছে শিখর ধাওয়ান’কে। কিন্তু তিনিই আজ জাতীয় দল থেকে ব্রাত্য।জাতীয় দল থেকে বাদ পড়লেও কোনও আক্ষেপ নেই শিখর ধাওয়ানের। চলতি বছরের বিশ্বকাপ দলেও তাঁর জায়গা না সম্ভাবনা বেশি। এই পরিস্থিতিতে দেব-দর্শন করে এলেন ধাওয়ান। উজ্জয়নের মহাকালেশ্বর মন্দিরে প্রার্থনা করতে দেখা গিয়েছে তাঁকে। ইন্দোর এয়ারপোর্ট থেকে সরাসরি মন্দিরে চলে গিয়ে সেখানকার বিখ্যাত ভষ্ম আরতিতে যোগদান করেছিলেন ধাওয়ান। তারপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শিখর বলেন, ভারতীয় দল যাতে দেশের মাটিতে বিশ্বকাপ জিততে পারে সেই জন্যই প্রার্থনা করলেন ধাওয়ান ।ধাওয়ানের পাশাপাশি নিজের বোন এবং ছেলেকে নিয়ে ওই বিখ্যাত মন্দিরে উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমারও। নিজের ৫৬ তম জন্মদিনের শুরুতে ওই ভষ্ম আরতিতে অংশগ্রহণ করেছিলেন বলিউড অভিনেতাও।
শিখর ধাওয়ান এবং অক্ষয় কুমার মহাকাল মন্দিরের ভস্ম আরতিতে অংশ নিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় দুজনের ভিডিও। অক্ষয়কে জাফরান রঙের পোশাকে এবং ধাওয়ানকে সাদা রঙের কুর্তায় দেখা গেছে। মিডিয়ার সঙ্গে আলাপকালে ধাওয়ান জানান, তিনি ভোলে বাবার কাছে কী প্রার্থনা করেছিলেন।ধাওয়ান বলেছেন,ভগবানের আশীর্বাদ চাইতে এসেছেন এবং আসন্ন ওয়ানডে বিশ্বকাপে টিম ইন্ডিয়ার সাফল্যের জন্য প্রার্থনা করতে এসেছেন। প্রত্যেকেই চায় ভারত বিশ্বকাপ জিতুক এবং তিনিও একই কামনা করেছেন। এটি উল্লেখযোগ্য যে বলিউড খেলোয়াড় অক্ষয় কুমার শনিবার তার ৫৬ তম জন্মদিন উদযাপন করছিলেন এবং তার ছেলে আরভ এবং বোন অলকা ভাটিয়াও তার সাথে ছিলেন। বিশ্বকাপ দলে নেই ধাওয়ান।উল্লেখ্য , এর আগে বিরাট কোহলিকে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো দিতে দেখা গিয়েছিল ।
সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী বলিউড তারকা অনুষ্কা শর্মাও। সোশ্যাল মিডিয়ায় বিরাট-অনুষ্কার মহাকাল মন্দির দর্শনের ভিডিয়ো ভাইরাল হয়েছিল । বাবা মহাকালের আশীর্বাদ পাওয়ার জন্য স্ত্রীকে সঙ্গে নিয়ে ভস্ম আরতিও দর্শন করেছিলেন কোহলি।একাধিক ভক্তদের সঙ্গে মেঝেতে বসেই বিরাট ও অনুষ্কা মহাকালেশ্বর মন্দিরের পবিত্র ভস্ম আরতি দর্শন করেছেন। সেই সময় দেখা গিয়েছিল কোহলির গলায় ঝুলছে রুদ্রাক্ষের মালা। তাঁর পরনে ছিল ধুতি। পাশেই বসে রয়েছেন কোহলির স্ত্রী, জনপ্রিয় বলিউড সুপারস্টার অনুষ্কা। তিনি পরেছিলেন শাড়ি।এদিকে বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করা হয়ে গিয়েছে। রোহিত শর্মার নেতৃত্বাধীন ১৫ সদস্যের দলে নেই শিখর ধাওয়ান। তবুও দেশের হাতে উঠুক বিশ্বকাপ চান শিখর তাই ঘটা করে এই পুজো ।
Free Access