
Truth Of Bengal: বঙ্গবন্ধু নামাঙ্কিত স্টেডিয়ামের নাম বদল হয়েছিল আগেই। এবার সেই তালিকায় যুক্ত হল আরও একটি নির্মীয়মাণ স্টেডিয়ামের নাম। পূর্বাচলের নতুন স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে ‘ন্যাশানাল ক্রিকেট গ্রাউন্ড। সোমবার এই কথা ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ইফতেখার আহমেদ।
২০২৪ সালের অগাস্ট মাসে ভারতের প্রতিবেশী এই দেশে রাজনৈতিক পালাবদল ঘটে। তারপর থেকে এখনও অবধি আর কাজ হয়নি নতুন স্টেডিয়ামটির। দেশের রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে বিসিবির দায়িত্ব নিয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার ইফতেখার আহমেদ। ক্ষমতায় বসেই তিনি ঘোষণা করেছিলেন, ‘শেখ হাসিনা নামাঙ্কিত এই স্টেডিয়ামের নাম বদল করা হবে। শুধু তাই নয়, বদল হবে স্টেডিয়ামের নকশাও’। তবে নতুন স্টেডিয়ামের সঙ্গেই থাকবে সুইমিং পুল, জিম এবং মিডিয়া সেন্টার।
উল্লেখ্য, এই স্টেডিয়াম তৈরির জন্য পূর্বতন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অল্প দামে ৩৭ একর জমি দিয়েছিলেন বিসিবিকে। সেই জমিতে একটি পূর্ণাঙ্গ ক্রিকেট অ্যাকাডেমি গড়ে তোলা হবে বলে জানিয়েছলেন বিসিবি কর্তারা। আর স্টেডিয়ামের নামকরণ করা হবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে। কিন্তু বাংলাদেশে পালাবদলের পর হাসিনার নামও মুছে দেওয়া হল এই স্টেডিয়াম থেকে।