খেলা

রোহিত-বিরাটদের ঘরোয়া ক্রিকেট খেলার কারণ ব্যাখ্যা শাস্ত্রীর

Shastri explains why Rohit-Virats play domestic cricket

Truth Of Bengal : অস্ট্রেলিয়ার মাটিতে দলের পাশাপাশি ধারাবাহিক ব্যর্থ মেন-ইন-ব্লুজ ব্রিগেডের দুই সিনিয়র ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। দুই সিনিয়র ক্রিকেটারের এমন ব্যর্থতা দেখেই চিন্তার ভাঁজ পড়েছে বোর্ডের কর্তাদের পাশাপাশি প্রাক্তন ক্রিকেটারদেরও। ইতিমধ্যেই বেশ কিছু ক্রিকেটার দাবি করেছেন, বিরাট-রোহিতকে এখনই ঘরোয়া ক্রিকেটে খেলা উচিত, ফর্ম ফিরে পাওয়ার জন্য। এবং এই যুক্তি যে যথেষ্ট তাৎপর্য তার কারণ ব্যাখ্যা করলেন প্রাক্তন জাতীয় কোচ রবি শাস্ত্রী।

এই প্রসঙ্গে শাস্ত্রী বলেন, ‘অস্ট্রেলিয়ায় শুধু নয়, বিরাট ও রোহিত নিউজিল্যান্ডের বিপক্ষেও ঘরের মাঠে ব্যর্থ হয়েছেন। ওঁরা সিনিয়র ক্রিকেটার। তাই ওঁদের কাছে প্রত্যাশা থাকাটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু এটা বিরাট ও রোহিতকে অবশ্যই মাথায় রাখতে হবে, যদি ওঁরা দুজনেই টেস্ট ক্রিকেটে ভাল পারফরম্যান্স করতে চায়, তাহলে সময় পেলেই যেন ঘরোয়া টুর্নামেন্টগুলিতে ব্যাট হাতে মাঠে নামে।’

এই ঘরোয়া টুর্নামেন্টে খেলার কারণ ব্যাখ্যা করতে গিয়ে শাস্ত্রী বলেন, ‘ঘরোয়া টুর্নামেন্টগুলিতে খেললে দুটি জিনিষ খুব ভালভাবে জানতে পারা যায়। একটা হল নতুন যে সমস্ত তরুণ ক্রিকেটাররা ঘরোয়া টুর্নামেন্ট খেলছেন, তাঁদের সঙ্গে টক্কর দেওয়া এবং দ্বিতীয়ত হচ্ছে তাঁদের কাছ থেকে আরও অনেক কিছু শিখে নেওয়া।’

পাশাপাশি শাস্ত্রী আরও বলেন, ‘ঘরোয়া ক্রিকেটে যে সমস্ত স্পিনাররা ভাল পারফর্ম করছেন, তাঁরা যদি বিরাট ও রোহিতের বিপক্ষ দলে থাকেন, তাহলে ওঁরা চেষ্টা করবেন বিরাট ও রোহিতের বিরুদ্ধে ভাল বল করে সমস্যায় ফেলার চেষ্টা করবেন। আর এই সমস্যাটা শুধু ওঁদের দুজনের সমস্যাই নয়, জাতীয় দলের সমস্যাও বটে। এবং ঘরোয়া টুর্নামেন্টগুলিতে যখনই ওঁরা রান পেতে শুরু করবেন, তখনই হারানো আত্মবিশ্বাসটা আবার ফিরে আসবে। যেটা অবশ্যই এখন দরকার বিরাট ও রোহিতের ক্ষেত্রে।’

শচীনের উদাহরণ টেনে এনে শাস্ত্রী আরও বলেন, ‘কেরিয়ারের শেষ দিকে বেশ কয়েকটা বছর, শচীনকে ওঁর সেরা ছন্দে পাওয়া যায়নি। কিন্তু যখনই ও দেশের হয়ে ব্যাট হাতে মাঠে নামত, তখনই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করত। কেন সেটা শচীন করার চেষ্টা করত, তার কারণটা হল, শচীন জানত যদি ও দারুণ একটা কিছু করতে পারে, তাহলে দলের জুনিয়র ক্রিকেটাররা সেটা দেখে অনেকটা উদ্বুদ্ধ হবে, এমনকি অনেক কিছু শিখতেও পারবে। বিরাট এবং রোহিতের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ওঁরা যথেষ্ট সিনিয়র ক্রিকেটার। ওঁদের সেরা পারফরম্যান্সই দলের তরুণ ক্রিকেটারদের উজ্জ্বীবীত করবে ভাল খেলার জন্য। পাশাপাশি বিরাট ও রোহিতের কাছ থেকে জুনিয়র ক্রিকেটাররা শিখতেও পারবে অনেক কিছু।

Related Articles