খেলা

আইপিএল থেকেও ছিটকে গেলেন শামি

Shami also dropped from IPL

The Truth Of Bengal : চোট নিয়েই খেলেছেন বিশ্বকাপ । তার পর থেকে ২২ গজে‌ তার ফেরা হয়নি । বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি শামিকে  এবার আইপিএলেও পাওয়া যাবে না বলেই মনে করা হচ্ছে । চোট সারেনি । আইপিএলে অনিশ্চিত বলে জানা গেছে । মহম্মদ সামিকে এ বারের আইপিএলে পাচ্ছে না গুজরাট টাইটান্স।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটো টেস্টে তাকে প্রথমে  রাখা হয়নি । পরের টেস্টে ফিরবেন ভাবা হয়েছিল । কিন্তু চোট এতটাই গুরুতর যে পাঁচ ম্যাচের সিরিজে খেলার সম্ভাবনা নেই। এর পর বিশ্বকাপেও তিনি  অনিশ্চিত  বলেই মনে করা হচ্ছে।এই নামী পেসারের লন্ডনে গোড়ালির চোটে অস্ত্রোপচার হবে। শামিকে না পাওয়ায়  গেলে সমস্যার পড়ছে  যাবে গুজরাত টাইটান্স। এর আগেই হার্দিক পান্ডিয়া গুজরাত দলের অধিনায়ক পদ ছেড়ে মুম্বইতে যোগ দিয়েছেন। দলের নেতা হয়েছেন তরুণ তারকা শুভমান গিল। এমতাবস্থায়  এবার শামি সরে যাওয়ার ঘটনায়। সিঁদুরে মেঘ দেখছে গোটা দল ।কারণ আর কদিন পরেই রয়েছে আইপিএল । তিনি এখন লন্ডনে রয়েছেন । পায়ে হবে অস্ত্রোপচার।

উল্লেখ্য , ওডিআই বিশ্বকাপে ২৪টি উইকেট নেন শামি। বিশ্বকাপে ভারতকে ফাইনাল পর্যন্ত নিয়ে যাওয়ার পেছনে যাদের যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাদের মধ্যে অন্যতম শামি । সেই শামিকে ছাড়ায় টিম ইন্ডিয়া এখের পর এক ম্যাচ খেলছেন সামনে আইপিএল । সেখানেও তাকে পাওয়া যাবে না বলেই মনে করা হচ্ছে।

Free Access

 

 

 

 

Related Articles